ঝিনাইদহ সংবাদদাতাঃ বন্যাকবলিত এলাকায় খুব দ্রুততার সাথে ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আধুনিক ঝিনাইদহ পৌরসভার রুপকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য পৌর মেয়র জনগনের অহঙ্কার জননেতা জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু মেয়র মহোদয় ইমার্জেন্সী ফান্ড কালেকশন করছে। বন্যার্তদের সাহায্যে এলাকাবাসী যে যার সাধ্যমত এগিয়ে আসতে পারেন এবং চাইলে এই ফান্ডে ডোনেট করতে পারেন বলে জানিয়েছেন মেয়র সাইদুল করিম মিন্টু। এই ফান্ড থেকে সবচেয়ে স্পর্শকাতর বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য শুকনো খাবার, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্র ক্রয় করা হবে। সংশ্লিষ্ট এলাকায় আলহাজ্ব সাইদুল করিম মিন্টু মেয়র মহোদয় বলেন, তিনি নিজে এবং ঝিনাইদহের স্থানীয় স্বেচ্ছাসেবক সহ অতি দ্রুত এই ত্রাণ বন্যার্তদের মাঝে পৌছিয়ে দিবেন ইনশাআল্লাহ।