লক্ষ্মীপুর প্রতিনিধি মু.ওয়াছীঊদ্দিন :
লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবকদলের দুই নেতা রানা চৌধুরী ও কামরুজ্জামান সোহলে সহ ৪ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
দলীয় সূত্রেজানাগেছে, স্বেচ্ছাসেবকদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা কার্যালয়ে অংশনেয় নেতাকর্মীরা। এসময় জেল বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে স্লোগান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৪ জন আহত হয়।