আবু বকর ছিদ্দিক শার্শা (যশোর) প্রতিনিধি।। বেনাপোল পাঠবাড়ী আশ্রম ১৪ আগষ্ট রাতে শুভ অধিবাসের মধ্যদিয়ে নামযজ্ঞ মহোৎসব ১৫ আগস্ট প্রভাত থেকো শুরু হয় ৮ম প্রহরব্যাপী নাম সংকীর্তন। আজ দুপুরে ভোগ মহোৎসব এর মাধ্যমে সমাপ্ত হল উৎসব, অন্নপ্রসাদ ও মহাপ্রসাদ বিতারণ। বেনাপোল পাঠবাড়ী আশ্রম বাংলাদেশ ও ভারতের হাজার হাজার হিন্দু সম্প্রদায় মানুষেরা যোগদান করেন। সনাতন ধর্মলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায় সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যাত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করতে মানবজাতীর কল্যানে াবেং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহামানব ভগবান শ্রীকৃষ্ণের অবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।