শিরোনাম :
Logo হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী Logo ফুটপাতে ভাত বিক্রেতা ভাইরাল চাঁদপুরের মিজানের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল Logo খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক Logo চর্যাপদ সাহিত্য একাডেমি ও ইয়ূথ ফোরামের উদ্যোগে কবর’ কবিতার শতবর্ষ উদযাপন Logo ইবির সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo একটি চলাচলের রাস্তা বদলে দিতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন,  শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের দাবি Logo সিরাজগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ Logo খুবিতে চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি Logo রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু

বন্যা ও দুর্যোগ মোকাবেলায় বন্যার্তদের পাশে আছে সরকার সিংড়ায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মোকাবেলায় জরুরী সভায় ৪৮ ঘন্টার মধ্য সকল সৌঁতিজাল ও বাঁশের  বেড়া অপসারন এবং বন্যা কবলিত এলাকার মানুষের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বুধবার (১৬ই আগষ্ট) দুপুরে সিংড়া কৃষি হলরুমে সিংড়ার বন্যা পরিস্থিতির অবনতি বিষয়ে বন্যা ও দুর্যোগ পরিন্থিতি মোকাবেলায় শীর্ষক জরুরী সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলের পানি চলনবিল তথা সিংড়ার কয়েকটি ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি, পৌরসভার মহেশচন্দ্রপুর সহ ৫-৬টি স্থানে আঞ্চলিক সড়ক ও বাঁধ হুমকির মুখে রয়েছে। যদিও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় বাঁধ মেরামত করা করা হয়েছে।
নদীতে কিছু অসাধু ব্যক্তিরা সৌঁতিজাল পেতে পানি চলাচল ব্যহত করছে। সেই সাথে চলনবিলের বিভিন্ন এলাকা ব্রীজের নিচে ইট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। এসব বাঁধা অপসারণ করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। বন্যার্তদের পাশে সরকার আছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সামগ্রী প্রদান করা হবে।
সভায় প্রতিমন্ত্রী উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং জরুরী ভাবে বন্যা মোকাবেলায় সজাগ ও জনগনের পাশে থাকার জন্য প্রশাসন সহ সবাইকে নির্দেশনা দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, সহকারি কমিশনার ভুমি মুশফিকুর রহমান, সিংড়া থানার ওসি আল মামুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরী সভা শেষে প্রতিমন্ত্রী বন্যা কবলিত পৌর শহরের কতুয়াবাড়ি এলাকা পরিদর্শনে যান।
এরপরে তিনি সিংড়া থানার ওসি আল মামুনের সভাপতিত্বে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত দু’দিনে আত্রাই নদীর পানি বেড়ে বিপদ সীমার ৩৯ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারনে নদী তীরবর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান,বাড়ি সহ বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সিংড়া-বলিয়াবাড়ি স্থানীয় সড়কের যান চলাচল। জিও ব্যাগ দিয়ে অনেক স্থানে সড়ক রক্ষার চেষ্টা করছে সড়ক বিভাগ। এছাড়া নাটোর-বগুড়া মহাসড়ক, সিংড়া আত্রাই,সিংড়া-কলম আঞ্চলিক সড়কে ভারী যানবহন চলাচলে সীমিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী

বন্যা ও দুর্যোগ মোকাবেলায় বন্যার্তদের পাশে আছে সরকার সিংড়ায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মোকাবেলায় জরুরী সভায় ৪৮ ঘন্টার মধ্য সকল সৌঁতিজাল ও বাঁশের  বেড়া অপসারন এবং বন্যা কবলিত এলাকার মানুষের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বুধবার (১৬ই আগষ্ট) দুপুরে সিংড়া কৃষি হলরুমে সিংড়ার বন্যা পরিস্থিতির অবনতি বিষয়ে বন্যা ও দুর্যোগ পরিন্থিতি মোকাবেলায় শীর্ষক জরুরী সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলের পানি চলনবিল তথা সিংড়ার কয়েকটি ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি, পৌরসভার মহেশচন্দ্রপুর সহ ৫-৬টি স্থানে আঞ্চলিক সড়ক ও বাঁধ হুমকির মুখে রয়েছে। যদিও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় বাঁধ মেরামত করা করা হয়েছে।
নদীতে কিছু অসাধু ব্যক্তিরা সৌঁতিজাল পেতে পানি চলাচল ব্যহত করছে। সেই সাথে চলনবিলের বিভিন্ন এলাকা ব্রীজের নিচে ইট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। এসব বাঁধা অপসারণ করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। বন্যার্তদের পাশে সরকার আছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সামগ্রী প্রদান করা হবে।
সভায় প্রতিমন্ত্রী উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং জরুরী ভাবে বন্যা মোকাবেলায় সজাগ ও জনগনের পাশে থাকার জন্য প্রশাসন সহ সবাইকে নির্দেশনা দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, সহকারি কমিশনার ভুমি মুশফিকুর রহমান, সিংড়া থানার ওসি আল মামুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরী সভা শেষে প্রতিমন্ত্রী বন্যা কবলিত পৌর শহরের কতুয়াবাড়ি এলাকা পরিদর্শনে যান।
এরপরে তিনি সিংড়া থানার ওসি আল মামুনের সভাপতিত্বে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত দু’দিনে আত্রাই নদীর পানি বেড়ে বিপদ সীমার ৩৯ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারনে নদী তীরবর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান,বাড়ি সহ বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সিংড়া-বলিয়াবাড়ি স্থানীয় সড়কের যান চলাচল। জিও ব্যাগ দিয়ে অনেক স্থানে সড়ক রক্ষার চেষ্টা করছে সড়ক বিভাগ। এছাড়া নাটোর-বগুড়া মহাসড়ক, সিংড়া আত্রাই,সিংড়া-কলম আঞ্চলিক সড়কে ভারী যানবহন চলাচলে সীমিত করা হয়েছে।