ডোকলাম ইস্যুতে এবার সরাসরি ভারতের পাশে যুক্তরাষ্ট্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোকলাম ইস্যুতে ভারত একজন প্রাপ্তবয়স্কর মতো আচরণ করছে। কিন্তু সিকিম সীমান্তে চীনের আচরণ একজন সদ্য বয়ঃসন্ধিতে পা দিয়েছে এমন কিশোরের মতো।

বেইজিংয়ের বিরুদ্ধে এমন ভাষাতেই অভিযোগ তুললেন মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

গত ৫০ দিনেরও বেশি সময় ধরে ডোকলামে ভারত ও চীনের সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় ভূখণ্ডে চিনের সরকারি বাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’ বা পিএলএ-র অনুপ্রবেশ ঠেকাতে ঘাঁটি গেড়েছেন ভারতীয় সেনারা। ১৯৬২-সালের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনাবাহিনী চিন সীমান্তে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি তৈরি।

এই পরিস্থিতিতে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন নৌসেনার নেভাল ওয়ার কলেজের ‘স্ট্র্যাটেজিস্ট’ জেমস হোমস। তিনি বলছেন, “এখনও পর্যন্ত নয়াদিল্লির সবক’টি পদক্ষেপই একেবারে সঠিক। চীনের বিরুদ্ধে ভারত কখনই অতি-আগ্রাসন দেখায়নি। আবার বেজিং রণহুঙ্কার ছাড়লে মুখ বুজে মেনেও নেয়নি। ”

কিন্তু বেইজিংয়ের পদক্ষেপের সমালোচনা করে তিনি জানিয়েছেন, “চীন যুদ্ধের আস্ফালন দেখালেও বিলক্ষণ জানে ভারতে হামলা চালানো সহজ হবে না। চীন নিজেই সীমান্ত পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। চীনের আচরণ সদ্য বয়ঃসন্ধিতে পা রাখা একজন কিশোরের মতো। “

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডোকলাম ইস্যুতে এবার সরাসরি ভারতের পাশে যুক্তরাষ্ট্র !

আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ডোকলাম ইস্যুতে ভারত একজন প্রাপ্তবয়স্কর মতো আচরণ করছে। কিন্তু সিকিম সীমান্তে চীনের আচরণ একজন সদ্য বয়ঃসন্ধিতে পা দিয়েছে এমন কিশোরের মতো।

বেইজিংয়ের বিরুদ্ধে এমন ভাষাতেই অভিযোগ তুললেন মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

গত ৫০ দিনেরও বেশি সময় ধরে ডোকলামে ভারত ও চীনের সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় ভূখণ্ডে চিনের সরকারি বাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’ বা পিএলএ-র অনুপ্রবেশ ঠেকাতে ঘাঁটি গেড়েছেন ভারতীয় সেনারা। ১৯৬২-সালের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনাবাহিনী চিন সীমান্তে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি তৈরি।

এই পরিস্থিতিতে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন নৌসেনার নেভাল ওয়ার কলেজের ‘স্ট্র্যাটেজিস্ট’ জেমস হোমস। তিনি বলছেন, “এখনও পর্যন্ত নয়াদিল্লির সবক’টি পদক্ষেপই একেবারে সঠিক। চীনের বিরুদ্ধে ভারত কখনই অতি-আগ্রাসন দেখায়নি। আবার বেজিং রণহুঙ্কার ছাড়লে মুখ বুজে মেনেও নেয়নি। ”

কিন্তু বেইজিংয়ের পদক্ষেপের সমালোচনা করে তিনি জানিয়েছেন, “চীন যুদ্ধের আস্ফালন দেখালেও বিলক্ষণ জানে ভারতে হামলা চালানো সহজ হবে না। চীন নিজেই সীমান্ত পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। চীনের আচরণ সদ্য বয়ঃসন্ধিতে পা রাখা একজন কিশোরের মতো। “