নিউজ ডেস্ক:
পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামে বিষপান করে আত্মহত্যা করেছেন মো. খলিল (৩৩) নামে এক যুবক। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার আসকার দীঘির পশ্চিমপাড়ে এ ঘটনা ঘটে।
খলিল একই এলাকার রফিক কমিশনারের বাড়ির আবদুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মা ও স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসার ভেতরেই বিষপান করেন খলিল। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।




































