সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

ধোনির সাবেক প্রেমিকাই পান্ডের স্বপ্নের নারী !

  • আপডেট সময় : ১২:০২:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই হার্দিক পান্ডের ‘সেনসেক্স’ বাড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে লজ্জাজনক হারে একমাত্র পান্ডের ব্যাটই কথা বলেছিল। কিন্তু রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য পান্ডেকে রান আউট হতে হয়। সেই ঘটনা নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জায়গা পেয়েছেন পান্ডে। এক সাক্ষাৎকারে  হার্দিক পান্ডে জানিয়েছেন, তার পছন্দের অভিনেত্রীর কথা। আসলে বলিউড ও ক্রিকেট চিরকালই হাত ধরাধরি করে হেঁটেছে। পান্ডে সাক্ষাৎকারে তার পছন্দের অভিনেত্রীর কথা খুল্লমখুল্লা জানাতে দ্বিধা বোধ করেননি। ভক্তরা নিশ্চয়ই জানতে চাইবেন পান্ডের শয়নে, স্বপনে, জাগরণে থাকা সেই অভিনেত্রী কে? তিনি আর কেউ নন। তিনি দীপিকা পাড়ুকোন।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, দীপিকার সঙ্গে একসময়ে সম্পর্ক ছিল ধোনির। দুইজনের মাঝখানে এসে পড়েন যুবরাজ সিংহ। ফলে ধোনি-দীপিকার যুগলবন্দি শেষ। সে যাই হোক। বহু পুরনো সেই কথা। ভারতীয় ক্রিকেটে এসে পড়ছেন একের পর এক তারকা ক্রিকেটার। সময় বদলালেও দীপিকার গ্ল্যামার একই রয়ে গিয়েছে। তাই উঠতি পান্ডের স্বপনচারিণীও দীপিকা। পছন্দের অভিনেত্রীর সঙ্গে প্রিয় স্টেডিয়ামের নামও জানাতে দ্বিধাবোধ করেননি পান্ডে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পান্ডের পছন্দের মাঠ। এই ওয়াংখেড়েই তো মহেন্দ্র সিংহ ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল। স্ট্রেট ড্রাইভ মারতে পছন্দ করেন পান্ডে।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত করেছে তিন উইকেটে ৩৪৪ রান। ধারে ও ভারে এই শ্রীলঙ্কা আগের ছায়া। ভারতের অতি বড় ভক্তরা আগেই ভবিষ্যবাণী করে রেখেছেন, ভারত খুব সহজেই সিরিজ জিতে দেশে ফিরবে।

কলম্বো টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানে শতরান হাঁকিয়েছেন। পূজারা অপরাজিত রয়েছেন ১২৮ রানে। অন্যদিকে রাহানেও ১০৩ রানে ক্রিজে রয়েছেন। তবে জোড়া শতরানের পিছনেও রয়েছে হৃদয় ভাঙার কাহিনী। অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টে শতরান করলেও দ্বিতীয় টেস্টে কিন্তু রান পাননি। মাত্র ১৩ রানে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। পান্ডে অবশ্য এই টেস্টে এখনও ব্যাট হাতে নামেননি। নামলে তার ‘ট্রেডমার্ক’ স্ট্রেট ড্রাইভ দেখা যাবে কি না, তা বলবে সময়।

অবশ্য সবে তো শুরু হল দ্বিতীয় টেস্ট। আরও কত কী বাকি আছে এই টেস্টের পরতে পরতে কে জানে!

সূত্র : বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

ধোনির সাবেক প্রেমিকাই পান্ডের স্বপ্নের নারী !

আপডেট সময় : ১২:০২:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই হার্দিক পান্ডের ‘সেনসেক্স’ বাড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে লজ্জাজনক হারে একমাত্র পান্ডের ব্যাটই কথা বলেছিল। কিন্তু রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য পান্ডেকে রান আউট হতে হয়। সেই ঘটনা নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জায়গা পেয়েছেন পান্ডে। এক সাক্ষাৎকারে  হার্দিক পান্ডে জানিয়েছেন, তার পছন্দের অভিনেত্রীর কথা। আসলে বলিউড ও ক্রিকেট চিরকালই হাত ধরাধরি করে হেঁটেছে। পান্ডে সাক্ষাৎকারে তার পছন্দের অভিনেত্রীর কথা খুল্লমখুল্লা জানাতে দ্বিধা বোধ করেননি। ভক্তরা নিশ্চয়ই জানতে চাইবেন পান্ডের শয়নে, স্বপনে, জাগরণে থাকা সেই অভিনেত্রী কে? তিনি আর কেউ নন। তিনি দীপিকা পাড়ুকোন।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, দীপিকার সঙ্গে একসময়ে সম্পর্ক ছিল ধোনির। দুইজনের মাঝখানে এসে পড়েন যুবরাজ সিংহ। ফলে ধোনি-দীপিকার যুগলবন্দি শেষ। সে যাই হোক। বহু পুরনো সেই কথা। ভারতীয় ক্রিকেটে এসে পড়ছেন একের পর এক তারকা ক্রিকেটার। সময় বদলালেও দীপিকার গ্ল্যামার একই রয়ে গিয়েছে। তাই উঠতি পান্ডের স্বপনচারিণীও দীপিকা। পছন্দের অভিনেত্রীর সঙ্গে প্রিয় স্টেডিয়ামের নামও জানাতে দ্বিধাবোধ করেননি পান্ডে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পান্ডের পছন্দের মাঠ। এই ওয়াংখেড়েই তো মহেন্দ্র সিংহ ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল। স্ট্রেট ড্রাইভ মারতে পছন্দ করেন পান্ডে।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত করেছে তিন উইকেটে ৩৪৪ রান। ধারে ও ভারে এই শ্রীলঙ্কা আগের ছায়া। ভারতের অতি বড় ভক্তরা আগেই ভবিষ্যবাণী করে রেখেছেন, ভারত খুব সহজেই সিরিজ জিতে দেশে ফিরবে।

কলম্বো টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানে শতরান হাঁকিয়েছেন। পূজারা অপরাজিত রয়েছেন ১২৮ রানে। অন্যদিকে রাহানেও ১০৩ রানে ক্রিজে রয়েছেন। তবে জোড়া শতরানের পিছনেও রয়েছে হৃদয় ভাঙার কাহিনী। অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টে শতরান করলেও দ্বিতীয় টেস্টে কিন্তু রান পাননি। মাত্র ১৩ রানে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। পান্ডে অবশ্য এই টেস্টে এখনও ব্যাট হাতে নামেননি। নামলে তার ‘ট্রেডমার্ক’ স্ট্রেট ড্রাইভ দেখা যাবে কি না, তা বলবে সময়।

অবশ্য সবে তো শুরু হল দ্বিতীয় টেস্ট। আরও কত কী বাকি আছে এই টেস্টের পরতে পরতে কে জানে!

সূত্র : বিডি প্রতিদিন