শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

ধোনির সাবেক প্রেমিকাই পান্ডের স্বপ্নের নারী !

  • আপডেট সময় : ১২:০২:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই হার্দিক পান্ডের ‘সেনসেক্স’ বাড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে লজ্জাজনক হারে একমাত্র পান্ডের ব্যাটই কথা বলেছিল। কিন্তু রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য পান্ডেকে রান আউট হতে হয়। সেই ঘটনা নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জায়গা পেয়েছেন পান্ডে। এক সাক্ষাৎকারে  হার্দিক পান্ডে জানিয়েছেন, তার পছন্দের অভিনেত্রীর কথা। আসলে বলিউড ও ক্রিকেট চিরকালই হাত ধরাধরি করে হেঁটেছে। পান্ডে সাক্ষাৎকারে তার পছন্দের অভিনেত্রীর কথা খুল্লমখুল্লা জানাতে দ্বিধা বোধ করেননি। ভক্তরা নিশ্চয়ই জানতে চাইবেন পান্ডের শয়নে, স্বপনে, জাগরণে থাকা সেই অভিনেত্রী কে? তিনি আর কেউ নন। তিনি দীপিকা পাড়ুকোন।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, দীপিকার সঙ্গে একসময়ে সম্পর্ক ছিল ধোনির। দুইজনের মাঝখানে এসে পড়েন যুবরাজ সিংহ। ফলে ধোনি-দীপিকার যুগলবন্দি শেষ। সে যাই হোক। বহু পুরনো সেই কথা। ভারতীয় ক্রিকেটে এসে পড়ছেন একের পর এক তারকা ক্রিকেটার। সময় বদলালেও দীপিকার গ্ল্যামার একই রয়ে গিয়েছে। তাই উঠতি পান্ডের স্বপনচারিণীও দীপিকা। পছন্দের অভিনেত্রীর সঙ্গে প্রিয় স্টেডিয়ামের নামও জানাতে দ্বিধাবোধ করেননি পান্ডে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পান্ডের পছন্দের মাঠ। এই ওয়াংখেড়েই তো মহেন্দ্র সিংহ ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল। স্ট্রেট ড্রাইভ মারতে পছন্দ করেন পান্ডে।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত করেছে তিন উইকেটে ৩৪৪ রান। ধারে ও ভারে এই শ্রীলঙ্কা আগের ছায়া। ভারতের অতি বড় ভক্তরা আগেই ভবিষ্যবাণী করে রেখেছেন, ভারত খুব সহজেই সিরিজ জিতে দেশে ফিরবে।

কলম্বো টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানে শতরান হাঁকিয়েছেন। পূজারা অপরাজিত রয়েছেন ১২৮ রানে। অন্যদিকে রাহানেও ১০৩ রানে ক্রিজে রয়েছেন। তবে জোড়া শতরানের পিছনেও রয়েছে হৃদয় ভাঙার কাহিনী। অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টে শতরান করলেও দ্বিতীয় টেস্টে কিন্তু রান পাননি। মাত্র ১৩ রানে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। পান্ডে অবশ্য এই টেস্টে এখনও ব্যাট হাতে নামেননি। নামলে তার ‘ট্রেডমার্ক’ স্ট্রেট ড্রাইভ দেখা যাবে কি না, তা বলবে সময়।

অবশ্য সবে তো শুরু হল দ্বিতীয় টেস্ট। আরও কত কী বাকি আছে এই টেস্টের পরতে পরতে কে জানে!

সূত্র : বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

ধোনির সাবেক প্রেমিকাই পান্ডের স্বপ্নের নারী !

আপডেট সময় : ১২:০২:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই হার্দিক পান্ডের ‘সেনসেক্স’ বাড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে লজ্জাজনক হারে একমাত্র পান্ডের ব্যাটই কথা বলেছিল। কিন্তু রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য পান্ডেকে রান আউট হতে হয়। সেই ঘটনা নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জায়গা পেয়েছেন পান্ডে। এক সাক্ষাৎকারে  হার্দিক পান্ডে জানিয়েছেন, তার পছন্দের অভিনেত্রীর কথা। আসলে বলিউড ও ক্রিকেট চিরকালই হাত ধরাধরি করে হেঁটেছে। পান্ডে সাক্ষাৎকারে তার পছন্দের অভিনেত্রীর কথা খুল্লমখুল্লা জানাতে দ্বিধা বোধ করেননি। ভক্তরা নিশ্চয়ই জানতে চাইবেন পান্ডের শয়নে, স্বপনে, জাগরণে থাকা সেই অভিনেত্রী কে? তিনি আর কেউ নন। তিনি দীপিকা পাড়ুকোন।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, দীপিকার সঙ্গে একসময়ে সম্পর্ক ছিল ধোনির। দুইজনের মাঝখানে এসে পড়েন যুবরাজ সিংহ। ফলে ধোনি-দীপিকার যুগলবন্দি শেষ। সে যাই হোক। বহু পুরনো সেই কথা। ভারতীয় ক্রিকেটে এসে পড়ছেন একের পর এক তারকা ক্রিকেটার। সময় বদলালেও দীপিকার গ্ল্যামার একই রয়ে গিয়েছে। তাই উঠতি পান্ডের স্বপনচারিণীও দীপিকা। পছন্দের অভিনেত্রীর সঙ্গে প্রিয় স্টেডিয়ামের নামও জানাতে দ্বিধাবোধ করেননি পান্ডে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পান্ডের পছন্দের মাঠ। এই ওয়াংখেড়েই তো মহেন্দ্র সিংহ ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল। স্ট্রেট ড্রাইভ মারতে পছন্দ করেন পান্ডে।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত করেছে তিন উইকেটে ৩৪৪ রান। ধারে ও ভারে এই শ্রীলঙ্কা আগের ছায়া। ভারতের অতি বড় ভক্তরা আগেই ভবিষ্যবাণী করে রেখেছেন, ভারত খুব সহজেই সিরিজ জিতে দেশে ফিরবে।

কলম্বো টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানে শতরান হাঁকিয়েছেন। পূজারা অপরাজিত রয়েছেন ১২৮ রানে। অন্যদিকে রাহানেও ১০৩ রানে ক্রিজে রয়েছেন। তবে জোড়া শতরানের পিছনেও রয়েছে হৃদয় ভাঙার কাহিনী। অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টে শতরান করলেও দ্বিতীয় টেস্টে কিন্তু রান পাননি। মাত্র ১৩ রানে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। পান্ডে অবশ্য এই টেস্টে এখনও ব্যাট হাতে নামেননি। নামলে তার ‘ট্রেডমার্ক’ স্ট্রেট ড্রাইভ দেখা যাবে কি না, তা বলবে সময়।

অবশ্য সবে তো শুরু হল দ্বিতীয় টেস্ট। আরও কত কী বাকি আছে এই টেস্টের পরতে পরতে কে জানে!

সূত্র : বিডি প্রতিদিন