এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমান আদালত ১ ভূয়া ডিগ্রী পরীক্ষার্থীকে ১ বছরের কারাদন্ডসহ কারাগারে প্রেরন করেছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র মোঃ মামুনুর রশিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রতœতন্ত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ডিগ্রী পাশ পরীক্ষা-২০১৫ ইংরেজী আবশ্যিক পরীক্ষা চলাকালে ভূয়া ডিগ্রী পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়া কালে কক্ষ পরিদর্শক প্রভাষক আবু সাঈদের সন্দেহ হলে আটক করে।
পরে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ বিচারক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ খয়রুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে জেলার খানসামা উপজেলার পাকের হাট ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ডিগ্রী পরীক্ষা-২০১৫ ইংরেজী আবশ্যিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে সে পাকের হাটের মোঃ নুর নবী শাহের পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করে উপস্থিতির স্বাক্ষর করে।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।