দুই সপ্তাহ ধরে নিখোঁজ ধানমন্ডির স্কুল শিক্ষিকা ফৌজিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌজিয়াকে দুই সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। ইতিমধ্যে তার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায়ও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু ফৌজিয়ার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফৌজিয়া। বাসা থেকে বের হওয়ার আগে তিনি বলে যান, এক ছাত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। তারপর থেকেই তার কোনো খোঁজ-খবর নেই। এমনকি সেই সময় নিজের মোবাইল ফোনটিও সঙ্গে নেননি তিনি।

ওসি আরো বলেন, তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা করছি আমরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই সপ্তাহ ধরে নিখোঁজ ধানমন্ডির স্কুল শিক্ষিকা ফৌজিয়া !

আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌজিয়াকে দুই সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। ইতিমধ্যে তার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায়ও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু ফৌজিয়ার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফৌজিয়া। বাসা থেকে বের হওয়ার আগে তিনি বলে যান, এক ছাত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। তারপর থেকেই তার কোনো খোঁজ-খবর নেই। এমনকি সেই সময় নিজের মোবাইল ফোনটিও সঙ্গে নেননি তিনি।

ওসি আরো বলেন, তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা করছি আমরা।