রাজধানীতে মাদক ব্যবসায়ী আটক !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর ডেমরা থানা এলাকার মাতুয়াইল থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসির গুলশান জোনের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা ও নারায়ণগঞ্জে পাইকারিভাবে বিক্রি করতেন। তাকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি ছিল। সে পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

এ ঘটনায় মেরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।