যে চার রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মোট ১২টি রাশি রয়েছে। একেকজন ব্যক্তি একেকটি রাশির মধ্যে পড়েন। কিন্তু প্রত্যেক রাশিতেই রয়েছে কিছু না কিছু গুণ ও দোষ। তবে এর মধ্যে চারটি রাশি বিশেষ ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। কারন এই চার রাশি অগ্নি, পানি, বায়ু ও পৃথিবীকে বোঝায়। আমাদের আজকের এই প্রতিবেদনে সেই বিশেষ চারটি রাশি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল-

১। মেষ-

এই রাশির লোকেদের এনার্জি হয় খুব বেশি। এরা কখনই থেমে থাকতে পারে না। এরা কখনও অন্যের উপর ভরসা করতে পারে না, সব কাজ নিজে করতে চায়। এদের অধ্যাবসায় হয় অনেক বেশি।

২। বৃশ্চিক-

এরা ভীষণ বিশ্বস্ত হয়, তবে সময়ে প্রতারকও হয়ে উঠতে পারে। তাদের কাছেই এরা বিশ্বস্ত যারা ভালো। কিন্তু কেউ আঘাত করতে, তাদেরকে শিক্ষা দিতে পিছপা আহয় না এই রাশির লোকেরা।

৩। কুম্ভরাশি-

এরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। এমনকি এই রাশির মানুষের মধ্যে আবেগ খুব একটা কাজ করে না। এরা ভীষণ কৌতূহলী হন। এরা খুবই বুদ্ধিমান হন। এই রাশির মানুষেরা আত্মবিশ্বাসী ও জেদিও হন।

৪। মকর-

এই রাশি ভীষণই ক্ষমতাশালী। এদের নিজেদের উপর কন্ট্রোল খুব বেশি। এরা অন্যান্যদের থেকে বেশি ভালো ও দ্রুত চিন্তাভাবনা কররা ক্ষমতা রাখেন। এদের মধ্যে একাধিক বিষয়ে কাজ করার ক্ষমতাও থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে চার রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন !

আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

মোট ১২টি রাশি রয়েছে। একেকজন ব্যক্তি একেকটি রাশির মধ্যে পড়েন। কিন্তু প্রত্যেক রাশিতেই রয়েছে কিছু না কিছু গুণ ও দোষ। তবে এর মধ্যে চারটি রাশি বিশেষ ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। কারন এই চার রাশি অগ্নি, পানি, বায়ু ও পৃথিবীকে বোঝায়। আমাদের আজকের এই প্রতিবেদনে সেই বিশেষ চারটি রাশি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল-

১। মেষ-

এই রাশির লোকেদের এনার্জি হয় খুব বেশি। এরা কখনই থেমে থাকতে পারে না। এরা কখনও অন্যের উপর ভরসা করতে পারে না, সব কাজ নিজে করতে চায়। এদের অধ্যাবসায় হয় অনেক বেশি।

২। বৃশ্চিক-

এরা ভীষণ বিশ্বস্ত হয়, তবে সময়ে প্রতারকও হয়ে উঠতে পারে। তাদের কাছেই এরা বিশ্বস্ত যারা ভালো। কিন্তু কেউ আঘাত করতে, তাদেরকে শিক্ষা দিতে পিছপা আহয় না এই রাশির লোকেরা।

৩। কুম্ভরাশি-

এরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। এমনকি এই রাশির মানুষের মধ্যে আবেগ খুব একটা কাজ করে না। এরা ভীষণ কৌতূহলী হন। এরা খুবই বুদ্ধিমান হন। এই রাশির মানুষেরা আত্মবিশ্বাসী ও জেদিও হন।

৪। মকর-

এই রাশি ভীষণই ক্ষমতাশালী। এদের নিজেদের উপর কন্ট্রোল খুব বেশি। এরা অন্যান্যদের থেকে বেশি ভালো ও দ্রুত চিন্তাভাবনা কররা ক্ষমতা রাখেন। এদের মধ্যে একাধিক বিষয়ে কাজ করার ক্ষমতাও থাকে।