বাড্ডায় শিশু ধর্ষণ, ২ ধর্ষক গ্রেপ্তার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বাড্ডায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একটি ঘরে আটকে রেখে পর পর দুদিন তার ওপর পাশবিক নির্যাতন করা হয়। পুলিশ দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই জনের নাম উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৯ ও ৩০ মে পরপর দুদিন ময়নারবাগের একটি ঘরে শিশুটিকে আটকে রাখা হয়। ওই এলাকার নিরাপত্তা প্রহরী ও তার এক সহযোগী এ কাজ করে। মামলার পরই শাহিনুর রহমান ও আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আর চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাড্ডায় শিশু ধর্ষণ, ২ ধর্ষক গ্রেপ্তার !

আপডেট সময় : ১১:২৭:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর বাড্ডায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একটি ঘরে আটকে রেখে পর পর দুদিন তার ওপর পাশবিক নির্যাতন করা হয়। পুলিশ দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই জনের নাম উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৯ ও ৩০ মে পরপর দুদিন ময়নারবাগের একটি ঘরে শিশুটিকে আটকে রাখা হয়। ওই এলাকার নিরাপত্তা প্রহরী ও তার এক সহযোগী এ কাজ করে। মামলার পরই শাহিনুর রহমান ও আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আর চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।