শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

সংসদে ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি অব্যাহত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৩৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা তিন দিন ধরে সংসদে ব্যাংক আমানতের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখছেন এমপিরা। সম্পূরক বাজেট আলোচনা থেকে গতকাল বুধবার বাজেট আলোচনার প্রথম দিনেও সংসদ সরব হয়ে ওঠে একই দাবিতে। এদিন সরকারের একজন মন্ত্রীসহ সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা বলেন, সাধারণ মানুষ, স্বল্প বেতন পাওয়া মানুষ ব্যাংকে টাকা জমা রাখে। এখানে শুল্ক আরোপ করা ঠিক হবে না। নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে করারোপ করা হোক।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের গতকাল বুধবারের বৈঠকে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান।

এর আগে, গত ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। বাজেটে ব্যাংকে রাখা আমানতের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। এরপর থেকেই এ নিয়ে আলোচনা চলছে।

এদিন বাজেট আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি, অধ্যাপক আলী আশরাফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপমন্ত্রী আরিফ খান জয়, জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম, মহিলা এমপি সেলিনা বেগম প্রমুখ।

আ ক ম মোজাম্মেল হক ব্যাংকে আমানতের ওপর আরোপিত অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সঞ্চয়ের ওপর কর আরোপ করা ঠিক হবে না। ফিক্সড ডিপোজিটের ওপর যাতে কর আরোপ না করা হয়। গরীবদের এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে করারোপ করা হোক। তিনি আরও বলেন, আমি কেবিনেটের সদস্য। কেবিনেটে এই বাজেট পাস হয়েছে। এর বিরুদ্ধে কথা বলা নৈতিকতা বিরোধী। তবে আমি জনগণের ভোটে নির্বাচিত। তাদের কথা বলতে হবে। এ সময় তিনি সঞ্চয়পত্রের সুদ না কমানোরও দাবি জানান।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনার জবাবে মোজাম্মেল হক বলেন, দেশের উন্নয়নের খবর রাখেন না বলেই খালেদা জিয়া ইচ্ছামতো কথা বলছেন। খালেদা জিয়া এবং তার ছেলে যে কাজে পারদর্শী সেই কথাই উনি বলবেন। কিন্তু কীভাবে চুরি হলো সেটা বলতে পারেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানি ও রাজাকারদের ঘৃণ্য কাজ স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঘৃণাস্তম্ভ করার পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ ঘৃণা জানাতে পারে। মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য প্রতি জেলা-উপজেলায় স্মৃতিস্তম্ভ করার প্রকল্প নেওয়া হয়েছে।

অধ্যাপক আলী আশরাফ অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে ডিপোজিটের ওপরে ট্যাক্স আরোপ করে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করলেন, জনমনে আতঙ্ক ছড়িয়ে দিলেন, কেন? ব্যাংকে টাকা রাখলে নাকি বিনিয়োগ হয় না- কোন থিওরিতে এসব কথা বলেন আপনি? তিনি আরও বলেন, কথায় কথায় এক্সসাইটেড না হয়ে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেন। এফবিসিআইয়ের সঙ্গে কথা বলেছেন, প্রয়োজনে আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন। বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। সব কিছুর মধ্যে আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলি। এটা ঠিক না।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি ইংলিশ মিডিয়াম স্কুলকে ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি জানিয়ে বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মধ্যবিত্ত সন্তান পড়ে। এই প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনলে একটা বৈষম্যের বিষয় এসে যেতে পারে। এ বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

সংসদে ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি অব্যাহত !

আপডেট সময় : ০৯:৩৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

টানা তিন দিন ধরে সংসদে ব্যাংক আমানতের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখছেন এমপিরা। সম্পূরক বাজেট আলোচনা থেকে গতকাল বুধবার বাজেট আলোচনার প্রথম দিনেও সংসদ সরব হয়ে ওঠে একই দাবিতে। এদিন সরকারের একজন মন্ত্রীসহ সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা বলেন, সাধারণ মানুষ, স্বল্প বেতন পাওয়া মানুষ ব্যাংকে টাকা জমা রাখে। এখানে শুল্ক আরোপ করা ঠিক হবে না। নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে করারোপ করা হোক।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের গতকাল বুধবারের বৈঠকে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান।

এর আগে, গত ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। বাজেটে ব্যাংকে রাখা আমানতের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। এরপর থেকেই এ নিয়ে আলোচনা চলছে।

এদিন বাজেট আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি, অধ্যাপক আলী আশরাফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপমন্ত্রী আরিফ খান জয়, জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম, মহিলা এমপি সেলিনা বেগম প্রমুখ।

আ ক ম মোজাম্মেল হক ব্যাংকে আমানতের ওপর আরোপিত অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সঞ্চয়ের ওপর কর আরোপ করা ঠিক হবে না। ফিক্সড ডিপোজিটের ওপর যাতে কর আরোপ না করা হয়। গরীবদের এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে করারোপ করা হোক। তিনি আরও বলেন, আমি কেবিনেটের সদস্য। কেবিনেটে এই বাজেট পাস হয়েছে। এর বিরুদ্ধে কথা বলা নৈতিকতা বিরোধী। তবে আমি জনগণের ভোটে নির্বাচিত। তাদের কথা বলতে হবে। এ সময় তিনি সঞ্চয়পত্রের সুদ না কমানোরও দাবি জানান।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনার জবাবে মোজাম্মেল হক বলেন, দেশের উন্নয়নের খবর রাখেন না বলেই খালেদা জিয়া ইচ্ছামতো কথা বলছেন। খালেদা জিয়া এবং তার ছেলে যে কাজে পারদর্শী সেই কথাই উনি বলবেন। কিন্তু কীভাবে চুরি হলো সেটা বলতে পারেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানি ও রাজাকারদের ঘৃণ্য কাজ স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঘৃণাস্তম্ভ করার পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ ঘৃণা জানাতে পারে। মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য প্রতি জেলা-উপজেলায় স্মৃতিস্তম্ভ করার প্রকল্প নেওয়া হয়েছে।

অধ্যাপক আলী আশরাফ অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে ডিপোজিটের ওপরে ট্যাক্স আরোপ করে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করলেন, জনমনে আতঙ্ক ছড়িয়ে দিলেন, কেন? ব্যাংকে টাকা রাখলে নাকি বিনিয়োগ হয় না- কোন থিওরিতে এসব কথা বলেন আপনি? তিনি আরও বলেন, কথায় কথায় এক্সসাইটেড না হয়ে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেন। এফবিসিআইয়ের সঙ্গে কথা বলেছেন, প্রয়োজনে আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন। বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। সব কিছুর মধ্যে আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলি। এটা ঠিক না।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি ইংলিশ মিডিয়াম স্কুলকে ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি জানিয়ে বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মধ্যবিত্ত সন্তান পড়ে। এই প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনলে একটা বৈষম্যের বিষয় এসে যেতে পারে। এ বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে।