মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ফিরাতুল নিহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৩১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

মেহেরপুর  সংবাদদাতা, মেহেরপুর, ০৬মে ॥ মেহেরপুর সদর উপজেলার নুুরপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্দে ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌঁছুলে তারা গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে কিছু সময় বন্দুকযুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি আহসান হাবীব।
ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী-ডাকাত ছিল জানিয়ে সহকারী পুলিশ সুপার আরো বলেন, তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিষ্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১১টি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ফিরাতুল নিহত

আপডেট সময় : ০৫:৩১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০১৭

মেহেরপুর  সংবাদদাতা, মেহেরপুর, ০৬মে ॥ মেহেরপুর সদর উপজেলার নুুরপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্দে ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌঁছুলে তারা গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে কিছু সময় বন্দুকযুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি আহসান হাবীব।
ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী-ডাকাত ছিল জানিয়ে সহকারী পুলিশ সুপার আরো বলেন, তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিষ্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১১টি মামলা রয়েছে।