নিউজ ডেস্ক:
রাষ্ট্রীয় গণমাধ্যমে শান্তির বার্তা প্রচার করেছে উত্তর কোরিয়া। বার্তায় দাবি করা হয়, শান্তির পক্ষে অবস্থান নেয়া স্বত্ত্বেও আমেরিকার ধ্বংসাত্মক সামরিক নীতি তাদের দেশকে শেষ করে দিতে চাইছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর মাধ্যমে দেয়া সেই বার্তার শিরোনাম ছিল, ‘আমেরিকার পারমাণবিক কৌশলগত সম্পদের আধুনিকায়ন বন্ধ করতে হবে। ‘
গতকাল শনিবার দেয়া সেই বার্তায় বলা হয়, পিয়ইয়ংয়ের অবস্থান শান্তির পক্ষে। কিন্তু কোরীয় উপদ্বীপে সে অশান্তি সৃষ্টি হয়েছে তা নিরসনে আমরা পারমাণবিক অস্ত্র বর্জন করতে পারবো না। কারণ এ অস্ত্র বৈদেশিক আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করছি। (নিউজ উইক অবলম্বনে)




































