শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

ব্যবসায়ীদের জন্য বিএফটিআইকে সহায়তা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০০:০১ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বৈদেশিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) ব্যবসায়ীদের জন্য সহায়তা বাড়াতে হবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় বিএফটিআই সচ্ছল না থাকলেও এখন লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে বিএফটিআইয়ের গুরুত্ব বেড়ে চলেছে। ব্যবসায়ীদের জন্য বিএফটিআই-এর সেবা নিশ্চিত করতে হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার সাথে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনগুলোতে বৈদেশিক বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। এ জন্য ব্যবসায়ীদের সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য বিএফটিআই সব ধরনের সহায়তা প্রদান করবে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি সফলতার সাথে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ দান ও বৈদেশিক বাণিজ্য সম্পর্কে ধারনা দিয়ে যাচ্ছে। দেশের সেবা খাতে রপ্তানি বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আংটাড, আইটিসি এবং ইউএনস্ক্যাপ এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সফলতার সাথে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যাতে এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, এতদিন বিএফটিআই ঋণগ্রস্ত ছিল, এখন নিজের আয়ে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে বিএফটিআইয়ের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে ।
সভায় বিএফটিআইয়ের পরিচালক অমিতাভ চক্রবর্তী বিগত ৬ মাসে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রমের বিবরন উপস্থাপন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, টেরিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুশফেকা ইকফাত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান অভিজিৎ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, বিসিআইয়ের প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

ব্যবসায়ীদের জন্য বিএফটিআইকে সহায়তা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী !

আপডেট সময় : ০২:০০:০১ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বৈদেশিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) ব্যবসায়ীদের জন্য সহায়তা বাড়াতে হবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় বিএফটিআই সচ্ছল না থাকলেও এখন লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে বিএফটিআইয়ের গুরুত্ব বেড়ে চলেছে। ব্যবসায়ীদের জন্য বিএফটিআই-এর সেবা নিশ্চিত করতে হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার সাথে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনগুলোতে বৈদেশিক বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। এ জন্য ব্যবসায়ীদের সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য বিএফটিআই সব ধরনের সহায়তা প্রদান করবে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি সফলতার সাথে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ দান ও বৈদেশিক বাণিজ্য সম্পর্কে ধারনা দিয়ে যাচ্ছে। দেশের সেবা খাতে রপ্তানি বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আংটাড, আইটিসি এবং ইউএনস্ক্যাপ এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সফলতার সাথে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যাতে এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, এতদিন বিএফটিআই ঋণগ্রস্ত ছিল, এখন নিজের আয়ে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে বিএফটিআইয়ের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে ।
সভায় বিএফটিআইয়ের পরিচালক অমিতাভ চক্রবর্তী বিগত ৬ মাসে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রমের বিবরন উপস্থাপন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, টেরিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুশফেকা ইকফাত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান অভিজিৎ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, বিসিআইয়ের প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।