নিউজ ডেস্ক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ লাখ টাকার রেডিমেড গার্মেন্টস পণ্য আটক করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। একই সঙ্গে আটককৃত পণ্যে শুল্কবাবদ ২ লাখ ৫০ হাজার টাকা অতিরিক্ত শুল্ক আদায় করেছে সংস্থাটি।
গতকাল রোববার এয়ারকার্গোর বাইরে থেকে ওই রেডিমেড গার্মেন্টসের চালান আটক করে। চালানটির আমদানিকারক রাজধানীর নিউমার্কেটের নিউ তাহা এন্টারপ্রাইজ। আনীত চালানে মোট ১৭৩টি কার্টন ছিল। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা শাহজালালের এয়ারকার্গোর বাইরে থেকে ৪০ লাখ টাকার রেডিমেড গার্মেন্টসের একটি চালান আটক করে। চালানে শিশুদের পোশাকের ঘোষণা ছিল। মাস্টার এয়ারওয়ে বিল নং: ১৫৭-০৬৮১৬৯২৪। কিন্তু শুল্ক গোয়েন্দা দল খালাসকালে পরীক্ষা করে ১২টি কার্টনে শিশুদের পোশাকের পরিবর্তে গার্লস থ্রিপিস পায়। এতে ট্যারিফ মূল্যের চেয়ে কম মূল্যে শুল্কায়ন করা হয়েছিল। পরবর্তীতে শুল্ক গোয়েন্দা দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ধারা ১৬৮-এর ক্ষমতাবলে আটক করে আটক তালিকাসহ কাস্টম হাউস ঢাকা বরাবর প্রেরণ করে।
সূত্র জানায়, আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্যের মূল্য ১৮ লাখ ২৬ হাজার টাকা। কিন্তু ঘোষণা অনুযায়ী ২১ লাখ টাকা শুল্ক পরিশোধ করা হয়। বিদ্যমান ট্যারিফ মূল্য অনুযায়ী ২ লাখ ৪৫ হাজার ৫৫৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল। কিন্তু শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপে জরিমানাসহ প্রায় ২৩.৪৫ লাখ টাকা শুল্ককরাদি পরিশোধ করতে হয়। অতিরিক্ত আদায়কৃত টাকা কাস্টম হাউসের সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়া হয়। পণ্য খালাসে জড়িতদের বিরুদ্ধে খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা।