শিরোনাম :
Logo সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন Logo বর্ষায় মসলা সংরক্ষণের ৫ উপায় Logo ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল শিক্ষার্থীর মরদেহ Logo সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ Logo ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল নাপা সেন্টার Logo জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন – মির্জা গালিব Logo গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়লো Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ………….সাখাওয়াত জামিল সৈকত

জন্মতারিখ মেনে যে জিনিসগুলো বাড়িতে রাখলে বদলাবে ভাগ্য !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জীবনে সুখ-সমৃদ্ধি উপচে পড়ুক সেটা মানুষ মাত্রই চায়। কিন্তু ওই যে, ‘যা পেয়েছি আমি তা চাই না। যা চেয়েছি কেন তা পাই না। ‘ প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক মানুষকে হতাশ করে তোলে। হাজার মাথা খুঁটেও কোনও লাভ হয় না।

ফেং শুই বলছে, জন্মতারিখ মেনে আপনি কয়েকটা জিনিস শুধু ঘরে রাখুন। দেখবেন বাধা-বিপত্তি কাটিয়ে আপনার ভাগ্যের চাকা কেমন ঘুরতে শুরু করেছে। এই নিয়ম মেনে চললেই আপনার ভাগ্য একদম হাতের মুঠোয় থাকবে।

১। আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখ হয় তাহলে ফেং শুই মতে আপনার জন্মের নম্বর তিন। আপনি বাড়িতে একটা কাঠের বাঁশি রাখুন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে সুখ,শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে।

২। আপনি যদি কোনও মাসের ২, ১১ ও ২৯ তারিখে জন্মান ফেং শুই তাদের জন্মের নম্বর দুই। ঘরের উত্তর-দক্ষিণ মুখ করে সাদা হাতির একটা শোপিস রাখুন। দেখবেন বাড়ির কোনায় কোনায় শান্তি আর পজিটিভ এনার্জি ছড়িয়ে পরবে।

৩. আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ৩, ১২ ও ৩০ তারিখ হয় তাহলে ফেং শুই জানাচ্ছে আপনার জন্মের তিন। বাড়ির উত্তর-পূর্ব দিকে কোন মালা ঝুলিয়ে রাখুন দেখবেন আপনার জীবনে ভালবাসা আর খুশিতে ভরে গেছে।

৪. আপনি যদি কোনও মাসের ৪, ১৩ অথবা ২২ তারিখ জন্মান তাহলে ফেং শুই মতে, আপনার জন্ম নম্বর চার। সৌভাগ্য ফেরাতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কয়েকটা কাঁচের টুকরো রাখুন। তবে সেই কাঁচের মধ্যে কোথাও যেন না ফাটল থাকে।

৫. কোন মাসের ৫, ১৪ ও ২৩ তারিখ যদি আপনার জন্মতারিখ হয় তাহলে আপনার জন্মের নম্বর পাঁচ। আপনার বাড়ি ধনসম্পদে ভরে উঠবে যদি বাড়ির উত্তর দিকে আপনি মাটির পাত্র রাখেন।

৬. আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ৭, ১৬ ও ২৫ তারিখ হয় তাহলে ফেং শুই মতে আপনার জন্মের নম্বর সাত। এদের ভাগ্য ফেরাতে হলে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে গাঢ় খয়েরি রঙের কোন বস্তু রাখতে হবে।

৭. কোন মাসের ৬, ১৫ ও ২৪ তারিখ যদি আপনার জন্মতারিখ হয় তাহলে আপনার জন্মের নম্বর ছয়। আপনার অবশ্যই উচিত বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে ময়ূরের পালক রাখা। তারপরই দেখবেন ম্যাজিক। প্রাচুর্য্যে ভরে যাবে আপনার সংসার।

৮. কোন মাসের ৯, ১৮ ও ২৭ তারিখ জন্ম তারিখ যাদের তাদের জন্ম সংখ্যা নয়। আপনারা বাড়ির দক্ষিণ দিকে কালো রঙয়ের ক্রিস্টাল রাখুন। দেখবেন সমস্ত নেগেটিভিটি উধাও।

৯. আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ৯, ১৮ ও ২৭ তারিখ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা নয়। আপনি শীঘ্রই বাড়িতে একটা আর অফিসে একটা ছোট পিরামিড রাখুন। অবশ্যই দক্ষিণ মুখ করে রাখবেন। তারপর দেখুন আপনার উন্নতি কে আটকায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

জন্মতারিখ মেনে যে জিনিসগুলো বাড়িতে রাখলে বদলাবে ভাগ্য !

আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭

নিউজ ডেস্ক:

জীবনে সুখ-সমৃদ্ধি উপচে পড়ুক সেটা মানুষ মাত্রই চায়। কিন্তু ওই যে, ‘যা পেয়েছি আমি তা চাই না। যা চেয়েছি কেন তা পাই না। ‘ প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক মানুষকে হতাশ করে তোলে। হাজার মাথা খুঁটেও কোনও লাভ হয় না।

ফেং শুই বলছে, জন্মতারিখ মেনে আপনি কয়েকটা জিনিস শুধু ঘরে রাখুন। দেখবেন বাধা-বিপত্তি কাটিয়ে আপনার ভাগ্যের চাকা কেমন ঘুরতে শুরু করেছে। এই নিয়ম মেনে চললেই আপনার ভাগ্য একদম হাতের মুঠোয় থাকবে।

১। আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখ হয় তাহলে ফেং শুই মতে আপনার জন্মের নম্বর তিন। আপনি বাড়িতে একটা কাঠের বাঁশি রাখুন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে সুখ,শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে।

২। আপনি যদি কোনও মাসের ২, ১১ ও ২৯ তারিখে জন্মান ফেং শুই তাদের জন্মের নম্বর দুই। ঘরের উত্তর-দক্ষিণ মুখ করে সাদা হাতির একটা শোপিস রাখুন। দেখবেন বাড়ির কোনায় কোনায় শান্তি আর পজিটিভ এনার্জি ছড়িয়ে পরবে।

৩. আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ৩, ১২ ও ৩০ তারিখ হয় তাহলে ফেং শুই জানাচ্ছে আপনার জন্মের তিন। বাড়ির উত্তর-পূর্ব দিকে কোন মালা ঝুলিয়ে রাখুন দেখবেন আপনার জীবনে ভালবাসা আর খুশিতে ভরে গেছে।

৪. আপনি যদি কোনও মাসের ৪, ১৩ অথবা ২২ তারিখ জন্মান তাহলে ফেং শুই মতে, আপনার জন্ম নম্বর চার। সৌভাগ্য ফেরাতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কয়েকটা কাঁচের টুকরো রাখুন। তবে সেই কাঁচের মধ্যে কোথাও যেন না ফাটল থাকে।

৫. কোন মাসের ৫, ১৪ ও ২৩ তারিখ যদি আপনার জন্মতারিখ হয় তাহলে আপনার জন্মের নম্বর পাঁচ। আপনার বাড়ি ধনসম্পদে ভরে উঠবে যদি বাড়ির উত্তর দিকে আপনি মাটির পাত্র রাখেন।

৬. আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ৭, ১৬ ও ২৫ তারিখ হয় তাহলে ফেং শুই মতে আপনার জন্মের নম্বর সাত। এদের ভাগ্য ফেরাতে হলে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে গাঢ় খয়েরি রঙের কোন বস্তু রাখতে হবে।

৭. কোন মাসের ৬, ১৫ ও ২৪ তারিখ যদি আপনার জন্মতারিখ হয় তাহলে আপনার জন্মের নম্বর ছয়। আপনার অবশ্যই উচিত বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে ময়ূরের পালক রাখা। তারপরই দেখবেন ম্যাজিক। প্রাচুর্য্যে ভরে যাবে আপনার সংসার।

৮. কোন মাসের ৯, ১৮ ও ২৭ তারিখ জন্ম তারিখ যাদের তাদের জন্ম সংখ্যা নয়। আপনারা বাড়ির দক্ষিণ দিকে কালো রঙয়ের ক্রিস্টাল রাখুন। দেখবেন সমস্ত নেগেটিভিটি উধাও।

৯. আপনার জন্মতারিখ যদি কোনও মাসের ৯, ১৮ ও ২৭ তারিখ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা নয়। আপনি শীঘ্রই বাড়িতে একটা আর অফিসে একটা ছোট পিরামিড রাখুন। অবশ্যই দক্ষিণ মুখ করে রাখবেন। তারপর দেখুন আপনার উন্নতি কে আটকায়।