নিউজ ডেস্ক:
গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে জানা যায়, আগামী ৪ জুন রোববার থেকে ২৯ জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। তবে শুক্রবার ও শনিবার নির্ধারিত সাপ্তাহিক ছুটি থাকায় ১ জুন বৃহস্পতিবার থেকেই এ ছুটি শুরু হবে।
আবার ৩০ জুন ও ১ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২ জুলাই রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি শুরু হবে। এ হিসাবে টানা ১ মাসের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।