এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের হলি ল্যান্ড কলেজ কর্তৃক বীরগঞ্জ সরকারী পাইলট বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংর্বধনা প্রদান করা হয়েছে।
বীরগঞ্জ সরকারী পাইলট বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গত বুধবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর হলি ল্যান্ড কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিচালক শিক্ষা মোঃ সালাহ্ উদ্দিন, পরিচালক উন্নয়ন নজরুল ইসলাম মুকুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব।
এসময় অতিথিবৃন্দ মেধাবী (জিপিএ+৫ প্রাপ্ত) ছাত্রছাত্রীদের ফুলেল সংর্বধনা প্রদান করে বলেন, অত্যাধুনিক পদ্ধতিতে শীতাতপ নিয়ন্ত্রিত উত্তর বাংলার একমাত্র ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হলি ল্যান্ড কলেজ দিনাজপুর বোর্ডের শ্রেষ্ঠত্ব অর্জকারী প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার আহবান জানান এবং গরীব মেধাবীদের বিশেষ সুযোগ-সুবিধাদি প্রদানের আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, যুগ্ন-সাধারন সম্পাদক ও কলামিষ্ট মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিলন, প্রভাষক নজরুল ইসলাম খান, সহকারী শিক্ষক আব্দুর রহিম, সহঃ শিক্ষক তাইজুল ইসলাম, এসএম মোরশেদ আলম, আব্দুল হালিম, কৃতি শিক্ষার্থী ও অন্যরা উপস্থিত ছিলেন।
শনিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ