নিউজ ডেস্ক:
জাপানী নারী সুমিকো লামুরোর বয়স ৮২। শুধু অদম্য ইচ্ছাশক্তির কারণেই জাপান জুড়ে আলোচিত নামে পরিণত হয়েছেন। জাপানে রেস্তোরাঁ চালাতেন সুমিকো। সারাদিন খদ্দেরদের ভিড় লেগেই থাকে। দিনের শেষে যাবতীয় ক্লান্তি কেটে যেত গান শুনে। নিজে তেমন গাইতে না পারলেও গান সবসময় পছন্দ সুমিকোর।
সঙ্গীতের প্রতি এই প্রেম থেকেই পেয়ে বসে ডিজে হওয়ার নেশা। ৭০ বছর বয়স থেকে শুরু করেন ডিজের ক্যারিয়ার। নিজের ছেলের জন্মদিনের পার্টিতে প্রথমবার ডিজে হিসেবে গান চালিয়েছিলেন সুমিকো। বিষয়টি তার এতটাই ভালো লাগে যে তখনই ঠিক করে নেন ডিজে হবেন তিনি।
জাপানের এক স্কুল থেকে ট্রেনিং নেন সুমিকো। এখন তিনি দিনে রেস্তোরাঁ চালান, আর রাতে ডিজে। শুধু মিউজিক নয় সুমিকোর ফ্যাশন সেন্সও প্রশংসার দাবি রাখে। যখন তিনি ডিজের ভূমিকায় অবতীর্ণ হন তখন নিজেকে সাজিয়ে তোলেন আকর্ষণীয়ভাবে।