শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রা:বি: শিক্ষার্থী সুমি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সুমিয়ারা খাতুন সুমি। যাচাই-বাচাই শেষে গত বৃহস্পতিবার বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে টাকার মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সুমি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের মাস্টার্সের (থিসিস) শিক্ষার্থী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শীষ মোহাম্মদের মেয়ে।
সুমি জানান, বাজার থেকে কেনাকাটা করে রুমে এসে দেখেন তার শপিং ব্যাগে এক লাখ টাকার একটি ব্যাগ। পরে ওই দোকানের শপিং ব্যাগে থাকা ফোন নম্বরে কল করে জানতে চান তাদের কিছু হারিয়েছে কি না? তারা জানান, তাদের কিছু হারায়নি। পরে বিষয়টি তিনি বিভাগের কয়েকজন শিক্ষককে জানালে তারা পুলিশ অথবা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানাতে বলেন। এর কিছুক্ষণ পরেই ওই দোকানদার ফোন করে জানান, তাদের এক লাখ টাকা হারিয়েছে। তারা প্রমাণ দিতে পারায় তাদের বিভাগে আসতে বলা হয়। শিক্ষকদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাকা তার মালিকের হাতে তুলে দেওয়া হয়।

সুমি বলেন, টাকাটা মালিকের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি। টাকা তার মালিককে দিতে পেরে আমি মনে শান্তি পাচ্ছি। মানুষকে হাসিখুশি রাখতে পারলে আমার ভালো লাগে।
টাকার মালিক আশরাফুল আলম সেতু বলেন, ওই ম্যাডাম নিজে ফোন না করলে আমি হয়ত আমার টাকা পেতাম না। তিনি চাইলে টাকা নিয়ে নিতে পারতেন। আমি ম্যাডামকে ১০ হাজার টাকা পুরস্কার দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি তাও নেননি। সুমির সততায় তাকে সাধুবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রা:বি: শিক্ষার্থী সুমি !

আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সুমিয়ারা খাতুন সুমি। যাচাই-বাচাই শেষে গত বৃহস্পতিবার বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে টাকার মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সুমি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের মাস্টার্সের (থিসিস) শিক্ষার্থী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শীষ মোহাম্মদের মেয়ে।
সুমি জানান, বাজার থেকে কেনাকাটা করে রুমে এসে দেখেন তার শপিং ব্যাগে এক লাখ টাকার একটি ব্যাগ। পরে ওই দোকানের শপিং ব্যাগে থাকা ফোন নম্বরে কল করে জানতে চান তাদের কিছু হারিয়েছে কি না? তারা জানান, তাদের কিছু হারায়নি। পরে বিষয়টি তিনি বিভাগের কয়েকজন শিক্ষককে জানালে তারা পুলিশ অথবা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানাতে বলেন। এর কিছুক্ষণ পরেই ওই দোকানদার ফোন করে জানান, তাদের এক লাখ টাকা হারিয়েছে। তারা প্রমাণ দিতে পারায় তাদের বিভাগে আসতে বলা হয়। শিক্ষকদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাকা তার মালিকের হাতে তুলে দেওয়া হয়।

সুমি বলেন, টাকাটা মালিকের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি। টাকা তার মালিককে দিতে পেরে আমি মনে শান্তি পাচ্ছি। মানুষকে হাসিখুশি রাখতে পারলে আমার ভালো লাগে।
টাকার মালিক আশরাফুল আলম সেতু বলেন, ওই ম্যাডাম নিজে ফোন না করলে আমি হয়ত আমার টাকা পেতাম না। তিনি চাইলে টাকা নিয়ে নিতে পারতেন। আমি ম্যাডামকে ১০ হাজার টাকা পুরস্কার দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি তাও নেননি। সুমির সততায় তাকে সাধুবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবার।