চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতরা হলেন, লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (২২) ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৬)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সুবলপুর গ্রামে ঘুরতে বের হয়েছিলেন। কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের নিকট পৌছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সেলিম মারা যান। আহত অবস্থায় চালক তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

















































