জিয়াবুল হক, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর গভীরে এবং জালীয়ারদ্বীপে বর্ডার গার্ড ২বিজিবি দীর্ঘ ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ৯৪ হাজার ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাফ নদী ও এর তীরবর্তী অঞ্চলে অপরাধের যে বিষদাঁত প্রোথিত তা থেকে বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলটি ধীরে ধীরে আন্তঃসীমান্ত অপরাধ, মাদক চোরাচালান ও মানব পাচারের এক অন্ধকার অভয়ারণ্যে পরিণত হবার শঙ্কা তৈরি হয়। গত ২১ নভেম্বর প্রথম প্রহরে প্রযুক্তি ও মানব সম্পদের নিখুঁত সমন্বয়ে পরিচালিত দীর্ঘ ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে আনু: ভোর ০৪ ঘটিকায় যখন চারদিকে শুধু গভীর অন্ধকার ঠিক তখনই আমাদের অত্যাধুনিক প্রযুক্তির চোখে মিয়ানমারের দিক থেকে নাফ নদী দিয়ে সাঁতরে আসা দুই সন্দেহভাজনের গতিবিধি ধরা পড়ে। এ সময় জালিয়ার দ্বীপের কাছাকাছি অংশের মাঝ নদীতে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের মংডু এলাকার মোঃ ইব্রাহিম (১৮), কে আটক করা হয়।
কিন্তু অপরজন কৌশলে দ্বীপের গহীনে কেওড়া জঙ্গলে ঢুকে আত্মগোপন করে। কিন্তু আমাদের অভিযান থেমে থাকেনি, চৌকস সদস্যদের দ্বারা বেশ কিছু অভিযান দলকে নাফনদীতে এবং দ্বীপের গহীন জঙ্গলে মোতায়েন করা হয়। অত্যন্ত প্রতিকূল পরিবেশে আধুনিক প্রযুক্তি, কৌশল ও চরম ধৈর্য্যের সাথে পুরো দ্বীপটিকে ঘিরে রেখে দীর্ঘ সময় ধরে চলে চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে, পলাতক মাদক কারবারী মোঃ জুনায়েদ (১৫) এর এবং মাদকের জন্য লুকিয়ে থাকা টেকনাফ সদর ইউনিয়নের কেরানতলির মৃত-হোসেন এর পুত্র আব্দুর রাজ্জাক (২০) কে আটক করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে, ২১ নভেম্বর রাতে জালিয়ার দ্বীপের গহীন কেওড়া বাগানের ভেতরে গর্ত করে লুকিয়ে রাখা আরও ৫০ হাজার পিস ইয়াবা মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়। এই দুঃসাহসিক অপারেশনে ৩ জন আসামিসহ ৯৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। চলমান তদন্তে উত্ত মাদকের ডিলার মোঃ জয়নাল ও মোঃ রফিকের পরিচয় নিশ্চিত করা গেছে এবং তাদেরকে আটক করতে তৎপরতা চলছে। মাদক কারবারীকে আটকের জন্য তল্লাশি অভিযান পরিচালনাকালে গত ২১ নভেম্বর রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজের ওপর অস্থায়ী চেকপোস্টে ১টি ইয়ামাহা আরওয়ান ফাইভ মোটরসাইকেলের ভিতরে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবাসহ কক্সবাজারের দঃ
রোমালিয়াছড়া পূর্ব এলাকার মোঃ আরিফ (২৫) কে আটক করা হয়।
আটককৃত আসামীরা হল- মিয়ানমারের মংন্ডু
পেরাম-প্রু এলাকার নুর মোহাম্মদ এর ছেলে
১মোঃ ইব্রাহিম(১৮), একই এলাকার নবী হোছনের ছেলে মোঃ জুনায়েদ(১৫), টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি এলাকার ছেলে মৃত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(২০)।
রোমালিয়ারছড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো. আরিফ (২৫),
পলাতক আসামীরা হল, সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ জয়নাল(৩০), একই এলাকার মো. মোস্তাক মোহাম্মদ রফিক(২৫), টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার মোঃ ইউসুফ(২০)।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামীদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















































