শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক।
আজ বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এই আশ্বাস দেন।
বৈঠকে উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের যুগান্তকারী বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এটিকে বাংলাদেশে এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ আখ্যায়িত করেন।
এই চুক্তির জন্য তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানি দক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।
ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন , ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এলসিটি প্রকল্প দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন পর্যায়ের সূচনা করেছে।
হ্যানসেন কক্সবাজারের কাছে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগের কথাও উল্লেখ করেন এবং ডেনমার্কের উন্নয়ন অর্থ সংস্থা আইএফইউ-এর পুনঃবিনিয়োগ উদ্যোগের কথা তুলে ধরেন।
উভয় পক্ষ বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।





















































