বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo সাতক্ষীরা–খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা–ছেলে নিহত, আহত ৮ Logo খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদযাপণ Logo মহান বিজয় দিবসে ইবির জুলাই ৩৬ হলের শ্রদ্ধাঞ্জলি

রংপুরে কমিউনিটি ক্লিনিকের কিশোর স্বাস্থ্যসেবা মানোন্নয়নে প্রতিবেদন উপস্থাপন

রংপুর জেলার কমিউনিটি ক্লিনিকসমূহে কিশোরবান্ধব স্বাস্থ্যসেবার মান নিয়ে তথ্য সংগ্রহ এবং জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছে প্রতিবেদন উপস্থাপন করেছে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর।
‎বৃহস্পতিবার ৩০ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ চত্বরে অবস্থিত প্রজনন স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি ( আরএইচস্টেপ)-এর অপরাজেয় তারুণ্য কার্যালয়ে “কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা মনিটরিং কার্যক্রম” প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
‎উক্ত কার্যক্রমে সঞ্চালনা করেন প্রজেক্টের ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য্য, সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার অনিমেষ রায়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা সিভিল সার্জন অফিসের “জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক” জনাব অরবিন্দু কুমার মোদক; প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রংপুর- এর “প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা” জনাব মাসুদ রানা, ব্র্যাক, রংপুর এর “এবিডিসি” জনাব রুহুল আমিন, নবপ্রভাত ফাউন্ডেশনের পক্ষে “ইয়ুথ এক্টিভিস্ট মেম্বার” মোঃ বাশার আহমেদ এবং কালের কন্ঠ, রংপুর এর বেরোবি প্রতিনিধি জনাব আবুল খায়ের জায়ীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আরএইচস্টেপ, রংপুর মেডিকেল  কলেজ শাখার একাউন্টস এন্ড এডমিন অফিসার জনাব তৌফিক আহম্মেদ।
‎অনুষ্ঠানের শুরুতে আরএইচস্টেপ, ইউওয়াইপি প্রজেক্ট-এর লক্ষ্য-উদ্দেশ্য, ব্যাপ্তি, কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর-এর প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়। এর পরে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর-এর ওয়াচডগ গণ ক্রমান্বয়ে রংপুর জেলার ১০টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের প্রেক্ষিতে প্রস্তুতকৃত”কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা মনিটরিং কার্যক্রম” প্রতিবেদন উপস্থাপন করেন।
‎উক্ত রংপুর কমিউনিটি ক্লিনিকসমূহ রংপুর জেলা সদরের তামপাট, দর্শনা ও সাতগাড়া ইউনিয়নে অবস্থিত। প্রতিবেদন উপস্থানের সময়ে ওয়াচডগগণ কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালীন সময়ে পর্যবেক্ষণকৃত বাস্তব তথ্য পলিসিমেকার এবং স্টেক হোল্ডারদের সামনে তুলে ধরেন।
‎একইসাথে তারা কমিউনিটি ক্লিনিকে সমুহে সেবার মান বাড়াতে সেবাগ্রহীদের চাওয়া, কিশোর- কিশোরী সহ সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বাস্থ্য পরিস্থিতি এবং কমিউনিটি ক্লিনিকের সার্বিক অবস্থার প্রেক্ষিতে কিছু সম্ভাব্য ও কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন।
‎এরপরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ  ওয়াচডগগণের প্রতিবেদন এবং প্রস্তাবনার নিরিখে তাদের বক্তব্য প্রদান করেন। রসিভিল সার্জন অফিস, রংপুর-এর জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক বলেন, “কমিউনিটি ক্লিনিক্সমুহে সীমিত পরিসরের কিছু সেবা প্রদান করা হয়। এই সময়ে সরবরাহ না থাকায়  আপাতত পরিপূর্ণ সেবা প্রদান কিছু জায়গায় ব্যাহত হতে পারে। তবে আমরা আশা করছি- অচিরেই এই সংকট কেটে যাবে।
কমিউনিটি ক্লিনিক পরিচালনার ধরণ, পরিচালনা নীতির কারণে কিছু  বিষয় এখনো কমিউনিটি ক্লিনিকে এখনো সংযুক্ত করা না হলেও, ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র‍্যাম্পসহ অন্যান্য জরুরি সেবা ও অবকাঠামো সমূহ যুক্ত হবে। এর বাইরে অন্যান্য অব্যবস্থাপনা সমূহ, যা অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট) রংপুর-এর ওয়াচডগগণ তুলে ধরেছেন, সেগুলো সম্পর্কে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।”
‎প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র, রংপুর-এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মাসুদ রানা বলেন, “আমাদের অনেক আয়োজন সম্পন্ন করা বাকী, অনেক ঘাটতি- এটি যেমন ঠিক। এটিও ঠিক যে- বাংলাদেশ সরকার সমস্ত ঘাটতি পুরণ করে দেশব্যাপী একটি পুর্ণাঙ্গ সেবাকাঠামো গড়ে তোলার জন্য নিরিলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সকলে সচেতন থেকে সম্মিলিত ভাবে চেষ্টা করলে আরও পূর্ণাঙ্গ আয়োজন সম্বলিত কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব।”
‎জনাব রুহুল আমিন, এবিডিসি, ব্র্যাক বলেন, ” ইউওউয়াইপি প্রজেক্ট, রংপুর-এর  ওয়াচডগ সদস্যদের কাজটি সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কাজের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সহ আমাদের স্বাস্থ্যখাতের বিভিন্ন দিক সম্পর্কিত পরিবর্তন ও পরিবর্ধনমূলক প্রস্তাবনাসমূহ উঠে এলে এবং সেগুলো বাস্তবায়ন করা গেলে আমরা একটি সার্ব্জনীন স্বাস্থ্যখাত বিনির্মাণ করতে পারবো।”
‎নবপ্রভাত ফাউন্ডেশনের পক্ষে “ইয়ুথ এক্টিভিস্ট মেম্বার” মোঃ বাশার আহমেদ এবং কালের কন্ঠ, রংপুর এর বেরোবি প্রতিনিধি জনাব আবুল খায়ের জায়েদ অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুরের এমন উদ্যোগকে স্বাগত জানান।
‎সভাপতির সমাপনী বক্তব্যে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট) রংপুর-এর প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায় বপলেন, ” আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে- ওয়াচডগ হিসেবে আমরা একেবারে তরুণ কিছু মুখকে আমাদের কাজের সাথে যুক্ত করতে পেরেছি এবং এই ধরনের কাজের সাথে যথেষ্ট পরিচিতি বা পুর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং সততার সাথে প্রতিবেদন তৈরী করা এবং উপস্থাপন করতে পেরেছে।
তারা খুবই কার্যকর কিছু প্রস্তাবনাও তুলে আনতে পেরেছে যা বাস্তবায়ন করা গেলে কমিউনিটি কিনিক তথা আমাদের স্বাস্থ্যখাত সার্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠতে পারবে। আমরা ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে করার ব্যাপারে বিবেচনা করতে পারি।
আমরা ওয়াচডগ টিম কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবনাসমূহ বাস্তবায়নের ব্যাপারে জেলা স্বাস্থ্যপ্রশাসনসহ সকল নীতি-নির্ধারকগণের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি। এ ব্যাপারে ব্র্যাকসহ অন্যান্য স্টেক হোলডারগণো সক্রিয় ভূমিকা পাল্পন করবেন বলে প্রত্যাশা করছি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি

রংপুরে কমিউনিটি ক্লিনিকের কিশোর স্বাস্থ্যসেবা মানোন্নয়নে প্রতিবেদন উপস্থাপন

আপডেট সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
রংপুর জেলার কমিউনিটি ক্লিনিকসমূহে কিশোরবান্ধব স্বাস্থ্যসেবার মান নিয়ে তথ্য সংগ্রহ এবং জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছে প্রতিবেদন উপস্থাপন করেছে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর।
‎বৃহস্পতিবার ৩০ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ চত্বরে অবস্থিত প্রজনন স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি ( আরএইচস্টেপ)-এর অপরাজেয় তারুণ্য কার্যালয়ে “কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা মনিটরিং কার্যক্রম” প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
‎উক্ত কার্যক্রমে সঞ্চালনা করেন প্রজেক্টের ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য্য, সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার অনিমেষ রায়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা সিভিল সার্জন অফিসের “জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক” জনাব অরবিন্দু কুমার মোদক; প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রংপুর- এর “প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা” জনাব মাসুদ রানা, ব্র্যাক, রংপুর এর “এবিডিসি” জনাব রুহুল আমিন, নবপ্রভাত ফাউন্ডেশনের পক্ষে “ইয়ুথ এক্টিভিস্ট মেম্বার” মোঃ বাশার আহমেদ এবং কালের কন্ঠ, রংপুর এর বেরোবি প্রতিনিধি জনাব আবুল খায়ের জায়ীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আরএইচস্টেপ, রংপুর মেডিকেল  কলেজ শাখার একাউন্টস এন্ড এডমিন অফিসার জনাব তৌফিক আহম্মেদ।
‎অনুষ্ঠানের শুরুতে আরএইচস্টেপ, ইউওয়াইপি প্রজেক্ট-এর লক্ষ্য-উদ্দেশ্য, ব্যাপ্তি, কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর-এর প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়। এর পরে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর-এর ওয়াচডগ গণ ক্রমান্বয়ে রংপুর জেলার ১০টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের প্রেক্ষিতে প্রস্তুতকৃত”কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা মনিটরিং কার্যক্রম” প্রতিবেদন উপস্থাপন করেন।
‎উক্ত রংপুর কমিউনিটি ক্লিনিকসমূহ রংপুর জেলা সদরের তামপাট, দর্শনা ও সাতগাড়া ইউনিয়নে অবস্থিত। প্রতিবেদন উপস্থানের সময়ে ওয়াচডগগণ কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালীন সময়ে পর্যবেক্ষণকৃত বাস্তব তথ্য পলিসিমেকার এবং স্টেক হোল্ডারদের সামনে তুলে ধরেন।
‎একইসাথে তারা কমিউনিটি ক্লিনিকে সমুহে সেবার মান বাড়াতে সেবাগ্রহীদের চাওয়া, কিশোর- কিশোরী সহ সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বাস্থ্য পরিস্থিতি এবং কমিউনিটি ক্লিনিকের সার্বিক অবস্থার প্রেক্ষিতে কিছু সম্ভাব্য ও কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন।
‎এরপরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ  ওয়াচডগগণের প্রতিবেদন এবং প্রস্তাবনার নিরিখে তাদের বক্তব্য প্রদান করেন। রসিভিল সার্জন অফিস, রংপুর-এর জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক বলেন, “কমিউনিটি ক্লিনিক্সমুহে সীমিত পরিসরের কিছু সেবা প্রদান করা হয়। এই সময়ে সরবরাহ না থাকায়  আপাতত পরিপূর্ণ সেবা প্রদান কিছু জায়গায় ব্যাহত হতে পারে। তবে আমরা আশা করছি- অচিরেই এই সংকট কেটে যাবে।
কমিউনিটি ক্লিনিক পরিচালনার ধরণ, পরিচালনা নীতির কারণে কিছু  বিষয় এখনো কমিউনিটি ক্লিনিকে এখনো সংযুক্ত করা না হলেও, ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র‍্যাম্পসহ অন্যান্য জরুরি সেবা ও অবকাঠামো সমূহ যুক্ত হবে। এর বাইরে অন্যান্য অব্যবস্থাপনা সমূহ, যা অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট) রংপুর-এর ওয়াচডগগণ তুলে ধরেছেন, সেগুলো সম্পর্কে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।”
‎প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র, রংপুর-এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মাসুদ রানা বলেন, “আমাদের অনেক আয়োজন সম্পন্ন করা বাকী, অনেক ঘাটতি- এটি যেমন ঠিক। এটিও ঠিক যে- বাংলাদেশ সরকার সমস্ত ঘাটতি পুরণ করে দেশব্যাপী একটি পুর্ণাঙ্গ সেবাকাঠামো গড়ে তোলার জন্য নিরিলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সকলে সচেতন থেকে সম্মিলিত ভাবে চেষ্টা করলে আরও পূর্ণাঙ্গ আয়োজন সম্বলিত কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব।”
‎জনাব রুহুল আমিন, এবিডিসি, ব্র্যাক বলেন, ” ইউওউয়াইপি প্রজেক্ট, রংপুর-এর  ওয়াচডগ সদস্যদের কাজটি সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কাজের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সহ আমাদের স্বাস্থ্যখাতের বিভিন্ন দিক সম্পর্কিত পরিবর্তন ও পরিবর্ধনমূলক প্রস্তাবনাসমূহ উঠে এলে এবং সেগুলো বাস্তবায়ন করা গেলে আমরা একটি সার্ব্জনীন স্বাস্থ্যখাত বিনির্মাণ করতে পারবো।”
‎নবপ্রভাত ফাউন্ডেশনের পক্ষে “ইয়ুথ এক্টিভিস্ট মেম্বার” মোঃ বাশার আহমেদ এবং কালের কন্ঠ, রংপুর এর বেরোবি প্রতিনিধি জনাব আবুল খায়ের জায়েদ অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুরের এমন উদ্যোগকে স্বাগত জানান।
‎সভাপতির সমাপনী বক্তব্যে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট) রংপুর-এর প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায় বপলেন, ” আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে- ওয়াচডগ হিসেবে আমরা একেবারে তরুণ কিছু মুখকে আমাদের কাজের সাথে যুক্ত করতে পেরেছি এবং এই ধরনের কাজের সাথে যথেষ্ট পরিচিতি বা পুর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং সততার সাথে প্রতিবেদন তৈরী করা এবং উপস্থাপন করতে পেরেছে।
তারা খুবই কার্যকর কিছু প্রস্তাবনাও তুলে আনতে পেরেছে যা বাস্তবায়ন করা গেলে কমিউনিটি কিনিক তথা আমাদের স্বাস্থ্যখাত সার্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠতে পারবে। আমরা ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে করার ব্যাপারে বিবেচনা করতে পারি।
আমরা ওয়াচডগ টিম কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবনাসমূহ বাস্তবায়নের ব্যাপারে জেলা স্বাস্থ্যপ্রশাসনসহ সকল নীতি-নির্ধারকগণের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি। এ ব্যাপারে ব্র্যাকসহ অন্যান্য স্টেক হোলডারগণো সক্রিয় ভূমিকা পাল্পন করবেন বলে প্রত্যাশা করছি।