শিরোনাম :
Logo শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Logo সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা Logo প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান Logo পলাশবাড়ীর আলোচিত ২২ কোটি টাকার মন্দির প্রতিষ্ঠাতা ‘হরিদাস’ সাধু নাকি প্রতারক। Logo খুবি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইয়ামিন Logo পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo প্রবাসীর ফলের বাগানের বেড়া ভেঙে প্রাণনাশের হুমকি পঞ্চগড়ে Logo শহিদুল আলমকে উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব: উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ মুনসুর আলীর পাশে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo আসবাবপত্র লোপাটের চেষ্টাকালে জব্দ, অভিযোগের তীর যবিপ্রবির উপ রেজিস্ট্রার জাহাঙ্গীরের দিকে

অনন্যা নাট্যগোষ্ঠীর ১৫০ তম পরিবেশনায় সিসিডিএ’র গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার – বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এ প্রতিপাদ্য নিয়ে ” জেনে বুঝে বিদেশ গেলে-অর্থ সম্মান দুই-ই মেলে ” নিরাপদ অভিবাসন ইস্যুতে গণনাটক (আইপিটি) প্রদর্শনী, স্ট্রেনদেন্হ এন্ড ইনফরমেটিভ সিস্টেমস (সিমস) প্রকল্পের, ফেইজ-২ এর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র আয়োজনে অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায়
” ফ্রী ভিসার ফাঁদে ” ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী হয়েছে ।

জনসচেতনতার লক্ষ্যে সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রবাসী পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান।  অভিবাসী কর্মী বিশেষত করে নারীদের জন্যও আইন সহায়তা ও অভিযোগ ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করা। সিসিডিএ’র আয়োজনপ চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা করা, প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে আইনি সহায়তার লক্ষ্যে চাঁদপুর জেলার ৬ টি উপজেলার সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার প্রবাসী ভাই-বোন ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করেন।

গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” নাজমুল আহসান ও হারুনুর রশীদের রচনায় , কবি ও নাট্যকার জসিম মেহেদীর নির্দেশনায় নাটকের কলাকুশলী নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জসিম মেহেদী, শহীদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন। সংগীত শিল্পী বীরেন সাহা, ঢোলে ঢুলি, সংগীত শিল্পী রশীদ চৌধুরী ও যন্ত্র সংগীতে খোকন চন্দ্র দাস, সাউন্ডে সিস্টেমে বাচ্চু পাটওয়ারী ও বেলায়েত হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০২৫’এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাঁদপুর জেলার ৬ টি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের উম্মুক্ত মাঠে,  গ্রামের বিভিন্ন বাজারে, বাড়ির উঠোনে
নিরাপদ অভিবাসন ইস্যুতে সিসিডিএ’র গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” অনন্যা নাট্যগোষ্ঠীর ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

অনন্যা নাট্যগোষ্ঠীর ১৫০ তম পরিবেশনায় সিসিডিএ’র গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে

আপডেট সময় : ০৯:৪৬:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার – বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এ প্রতিপাদ্য নিয়ে ” জেনে বুঝে বিদেশ গেলে-অর্থ সম্মান দুই-ই মেলে ” নিরাপদ অভিবাসন ইস্যুতে গণনাটক (আইপিটি) প্রদর্শনী, স্ট্রেনদেন্হ এন্ড ইনফরমেটিভ সিস্টেমস (সিমস) প্রকল্পের, ফেইজ-২ এর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র আয়োজনে অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায়
” ফ্রী ভিসার ফাঁদে ” ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী হয়েছে ।

জনসচেতনতার লক্ষ্যে সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রবাসী পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান।  অভিবাসী কর্মী বিশেষত করে নারীদের জন্যও আইন সহায়তা ও অভিযোগ ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করা। সিসিডিএ’র আয়োজনপ চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা করা, প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে আইনি সহায়তার লক্ষ্যে চাঁদপুর জেলার ৬ টি উপজেলার সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার প্রবাসী ভাই-বোন ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করেন।

গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” নাজমুল আহসান ও হারুনুর রশীদের রচনায় , কবি ও নাট্যকার জসিম মেহেদীর নির্দেশনায় নাটকের কলাকুশলী নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জসিম মেহেদী, শহীদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন। সংগীত শিল্পী বীরেন সাহা, ঢোলে ঢুলি, সংগীত শিল্পী রশীদ চৌধুরী ও যন্ত্র সংগীতে খোকন চন্দ্র দাস, সাউন্ডে সিস্টেমে বাচ্চু পাটওয়ারী ও বেলায়েত হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০২৫’এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাঁদপুর জেলার ৬ টি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের উম্মুক্ত মাঠে,  গ্রামের বিভিন্ন বাজারে, বাড়ির উঠোনে
নিরাপদ অভিবাসন ইস্যুতে সিসিডিএ’র গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” অনন্যা নাট্যগোষ্ঠীর ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী করেছে।