” ফ্রী ভিসার ফাঁদে ” ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী হয়েছে ।
জনসচেতনতার লক্ষ্যে সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রবাসী পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান। অভিবাসী কর্মী বিশেষত করে নারীদের জন্যও আইন সহায়তা ও অভিযোগ ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করা। সিসিডিএ’র আয়োজনপ চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা করা, প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে আইনি সহায়তার লক্ষ্যে চাঁদপুর জেলার ৬ টি উপজেলার সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার প্রবাসী ভাই-বোন ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করেন।
গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” নাজমুল আহসান ও হারুনুর রশীদের রচনায় , কবি ও নাট্যকার জসিম মেহেদীর নির্দেশনায় নাটকের কলাকুশলী নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জসিম মেহেদী, শহীদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন। সংগীত শিল্পী বীরেন সাহা, ঢোলে ঢুলি, সংগীত শিল্পী রশীদ চৌধুরী ও যন্ত্র সংগীতে খোকন চন্দ্র দাস, সাউন্ডে সিস্টেমে বাচ্চু পাটওয়ারী ও বেলায়েত হোসেন।
উল্লেখ্য, চলতি বছরের ২০২৫’এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাঁদপুর জেলার ৬ টি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের উম্মুক্ত মাঠে, গ্রামের বিভিন্ন বাজারে, বাড়ির উঠোনে
নিরাপদ অভিবাসন ইস্যুতে সিসিডিএ’র গণনাটক ” ফ্রী ভিসার ফাঁদে ” অনন্যা নাট্যগোষ্ঠীর ১৫০ তম মঞ্চায়ন প্রদর্শনী করেছে।