বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং রাষ্ট্র কাঠামোর ৩১ দফার ২৪তম দফায় নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি কার্ড নিয়ে সচেতনতা বৃদ্ধির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার খিলমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাবিবুল বাশার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হাবিবুল বাশার বলেন, “নারীদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। ফ্যামিলি কার্ড এ ক্ষেত্রে নারীদের আত্মবিশ্বাস জোগাবে।”
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ ইমরান খান, যুবদল নেতা আব্দুর রহমান মিয়াজী, হানিফ মিয়াজী, ছাত্রদল নেতা নাজমুল হাসান, নেছার আহমেদ, মোঃ জহির হোসেন, জিসান প্রধান, তৌহিদ গাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নারীদের মুখে আশার ঝিলিক—ফ্যামিলি কার্ড নিয়ে তাদের স্বপ্ন এখন কেবল সহায়তার নয়, বরং আত্মনির্ভর জীবনের।