আপডেট সময় :
০৩:৩৩:১১ অপরাহ্ণ, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৭১৫
বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চক কোবদাসপাড়া ও কোবদাসপাড়া মহল্লায় এ লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল। তার সাথে ছিলেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সৈনিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলালসহ বিপুল সংখ্যক ছাত্র ও যুবদল নেতা-কর্মী।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন। তারা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই পরিবর্তনের একমাত্র প্রতীক ধানের শীষ।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল বলেন, মানুষেরভোটাধিকারফিরিয়েআনতেওদেশনেত্রীবেগমখালেদাজিয়াএবংদেশনায়কতারেকরহমানেরনেতৃত্বেগণতান্ত্রিকবাংলাদেশগড়েতুলতেধানেরশীষেরবিকল্পনেই।তাইআমরা৭নংওয়ার্ডসহবিভিন্নএলাকায়লিফলেটবিতরণকরছিএবংজনগণেরব্যাপকসাড়াপাচ্ছি।এইকর্মসূচিআগামীতেওঅব্যাহতথাকবে।
এসময় এলাকাবাসী উৎসাহের সাথে নেতাকর্মীদের স্বাগত জানান এবং ধানের শীষ প্রতীকে তাদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।