ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মো. নসরুল্লাহর দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও কর্মকর্তা ইউনিটির সদস্যরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভিসি তার কার্যালয়ে প্রবেশ করলে ইউনিটির অসংখ্য নেতা-কর্মী উপস্থিত হয়ে তাকে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আনার পাশা, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিদ হাসান পিকুল এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান।
এছাড়া, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিদ হাসান পিকুলের নেতৃত্বে পরীক্ষার নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা অনুষ্ঠানে ইউনিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ মঞ্জুর নেতৃত্বে প্রায় শতাধিক কর্মকর্তা অংশ নেন। তারা ভিসির এক বছরের কার্যকালকে সফল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ইউনিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সফলতা একটি চলমান প্রক্রিয়া। আমি কাজ শুরু করেছি, তবে কতটুকু সফল হয়েছি, তার প্রকৃত মূল্যায়ন হবে দায়িত্বকাল শেষে।” তিনি আরও বলেন, সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব এবং এজন্য কর্মকর্তাদের আরও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।