২০১২-২০১৩ অর্থবছরে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ১৬৮নং সেঙ্গুয়া ভূইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রায় ২২০ জন শিক্ষার্থীকে পাঠদান করছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে।
তবে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁচা রাস্তার মাধ্যমে স্কুলে যাতায়াত করতে বাধ্য। বৃষ্টি হলে রাস্তাটি কাদা-কলুষে ভরে যায়, ফলে শিক্ষার্থীরা পড়তে গিয়ে স্কুলের পোশাক নষ্ট হয় এবং আহত হওয়ার ঝুঁকি থাকে। কেবল শিক্ষার্থীরাই নয়, স্থানীয় অধিবাসীরাও এই রাস্তার ওপর নির্ভরশীল।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিদিনই কাদা-মাখা রাস্তা পার হতে হয়। অনেক সময় আমরা পড়ে যাই, তখন স্কুলের ড্রেস নষ্ট হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা রানী সরকার বলেন, “চলাচলের কাচা রাস্তাটি বৃষ্টি হলে অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত করতে বাধ্য হয়। এটি দীর্ঘদিন ধরে সমাধানহীন সমস্যা হয়ে আছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান, “বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবগত করেছে। আমি নিজে রাস্তাটি পরিদর্শন করেছি। আশা করি উপজেলা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে।”
স্থানীয়রা আশা করছেন, রাস্তা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে এবং এলাকার সাধারণ চলাচলও সহজ হবে।
ছবিঃ কচুয়ার সেঙ্গুয়া ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে কাদা পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যান শিক্ষার্থীরা।