শিরোনাম :
Logo হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী Logo ফুটপাতে ভাত বিক্রেতা ভাইরাল চাঁদপুরের মিজানের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল Logo খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক Logo চর্যাপদ সাহিত্য একাডেমি ও ইয়ূথ ফোরামের উদ্যোগে কবর’ কবিতার শতবর্ষ উদযাপন Logo ইবির সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo একটি চলাচলের রাস্তা বদলে দিতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন,  শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের দাবি Logo সিরাজগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ Logo খুবিতে চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি Logo রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু

একটি চলাচলের রাস্তা বদলে দিতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন,  শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের দাবি

২০১২-২০১৩ অর্থবছরে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ১৬৮নং সেঙ্গুয়া ভূইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রায় ২২০ জন শিক্ষার্থীকে পাঠদান করছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে।
তবে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁচা রাস্তার মাধ্যমে স্কুলে যাতায়াত করতে বাধ্য। বৃষ্টি হলে রাস্তাটি কাদা-কলুষে ভরে যায়, ফলে শিক্ষার্থীরা পড়তে গিয়ে স্কুলের পোশাক নষ্ট হয় এবং আহত হওয়ার ঝুঁকি থাকে। কেবল শিক্ষার্থীরাই নয়, স্থানীয় অধিবাসীরাও এই রাস্তার ওপর নির্ভরশীল।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিদিনই কাদা-মাখা রাস্তা পার হতে হয়। অনেক সময় আমরা পড়ে যাই, তখন স্কুলের ড্রেস নষ্ট হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা রানী সরকার বলেন, “চলাচলের কাচা রাস্তাটি বৃষ্টি হলে অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত করতে বাধ্য হয়। এটি দীর্ঘদিন ধরে সমাধানহীন সমস্যা হয়ে আছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান, “বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবগত করেছে। আমি নিজে রাস্তাটি পরিদর্শন করেছি। আশা করি উপজেলা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে।”
স্থানীয়রা আশা করছেন, রাস্তা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে এবং এলাকার সাধারণ চলাচলও সহজ হবে।
ছবিঃ কচুয়ার সেঙ্গুয়া ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে কাদা পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যান শিক্ষার্থীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী

একটি চলাচলের রাস্তা বদলে দিতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন,  শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের দাবি

আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
২০১২-২০১৩ অর্থবছরে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ১৬৮নং সেঙ্গুয়া ভূইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রায় ২২০ জন শিক্ষার্থীকে পাঠদান করছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে।
তবে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁচা রাস্তার মাধ্যমে স্কুলে যাতায়াত করতে বাধ্য। বৃষ্টি হলে রাস্তাটি কাদা-কলুষে ভরে যায়, ফলে শিক্ষার্থীরা পড়তে গিয়ে স্কুলের পোশাক নষ্ট হয় এবং আহত হওয়ার ঝুঁকি থাকে। কেবল শিক্ষার্থীরাই নয়, স্থানীয় অধিবাসীরাও এই রাস্তার ওপর নির্ভরশীল।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিদিনই কাদা-মাখা রাস্তা পার হতে হয়। অনেক সময় আমরা পড়ে যাই, তখন স্কুলের ড্রেস নষ্ট হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা রানী সরকার বলেন, “চলাচলের কাচা রাস্তাটি বৃষ্টি হলে অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত করতে বাধ্য হয়। এটি দীর্ঘদিন ধরে সমাধানহীন সমস্যা হয়ে আছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান, “বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবগত করেছে। আমি নিজে রাস্তাটি পরিদর্শন করেছি। আশা করি উপজেলা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে।”
স্থানীয়রা আশা করছেন, রাস্তা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে এবং এলাকার সাধারণ চলাচলও সহজ হবে।
ছবিঃ কচুয়ার সেঙ্গুয়া ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে কাদা পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যান শিক্ষার্থীরা।