শিরোনাম :
Logo সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ Logo রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ Logo খুবিতে গনিত ক্লাবের যাত্রা: দায়িত্ব পেয়েছে পরমা-পলাশ Logo খুবিতে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo  অপপ্রচারের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের তীব্র নিন্দা Logo কচুয়ায় দাড়িপাল্লার গণজোয়ার: জামায়াতে ইসলামী প্রার্থীর গণসংযোগে মানুষের ঢল Logo জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জেলা বিএনপির নেতার Logo জমকালো আয়োজনে ইবিতে নবীন বরণ  Logo ফরাজীকান্দি ইউনিয়নে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির জনসভা Logo গাইবান্ধায় মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা

আফগানিস্তানের উসমান গনি এক ওভারে ৪৫ রান নিলেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ৭৬৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ছয়টি ছক্কাসহ মোট ৩৬ রান নেওয়ার রেকর্ড আছে। তবে এবার এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি নতুন করে লেখা হলো। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে আর সেটি করে দেখালেনে আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। এক ওভারেই অবিশ্বাস্য ৪৫ রান নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আাইসিসি) থেকে স্বীকৃতি না পেলেও ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে মারকাটারি ও আগ্রাসী ঘরানার লিগ টি-টেন। এবার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে আফগানিস্তানের ব্যাটার উসমান গনি।

এদিন গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির এক ওভারে ৫ ছক্কা ও ৩ চারে ৪৫ রান তোলেন গনি। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।

চলমান ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন উসমান ঘানি। যেখানে আগ্রাসী ব্যাটিং করে ১৭টি ছয় এবং ১১টি চারের সাহায্যে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১।

লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমেছিলেন গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারেই তিনি চালান তাণ্ডব।

৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।

আর উসমান গনির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমান গনির দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আফগানিস্তানের উসমান গনি এক ওভারে ৪৫ রান নিলেন

আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ছয়টি ছক্কাসহ মোট ৩৬ রান নেওয়ার রেকর্ড আছে। তবে এবার এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি নতুন করে লেখা হলো। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে আর সেটি করে দেখালেনে আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। এক ওভারেই অবিশ্বাস্য ৪৫ রান নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আাইসিসি) থেকে স্বীকৃতি না পেলেও ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে মারকাটারি ও আগ্রাসী ঘরানার লিগ টি-টেন। এবার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে আফগানিস্তানের ব্যাটার উসমান গনি।

এদিন গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির এক ওভারে ৫ ছক্কা ও ৩ চারে ৪৫ রান তোলেন গনি। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।

চলমান ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন উসমান ঘানি। যেখানে আগ্রাসী ব্যাটিং করে ১৭টি ছয় এবং ১১টি চারের সাহায্যে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১।

লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমেছিলেন গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারেই তিনি চালান তাণ্ডব।

৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।

আর উসমান গনির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমান গনির দল।