শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

আফগানিস্তানের উসমান গনি এক ওভারে ৪৫ রান নিলেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ছয়টি ছক্কাসহ মোট ৩৬ রান নেওয়ার রেকর্ড আছে। তবে এবার এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি নতুন করে লেখা হলো। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে আর সেটি করে দেখালেনে আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। এক ওভারেই অবিশ্বাস্য ৪৫ রান নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আাইসিসি) থেকে স্বীকৃতি না পেলেও ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে মারকাটারি ও আগ্রাসী ঘরানার লিগ টি-টেন। এবার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে আফগানিস্তানের ব্যাটার উসমান গনি।

এদিন গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির এক ওভারে ৫ ছক্কা ও ৩ চারে ৪৫ রান তোলেন গনি। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।

চলমান ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন উসমান ঘানি। যেখানে আগ্রাসী ব্যাটিং করে ১৭টি ছয় এবং ১১টি চারের সাহায্যে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১।

লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমেছিলেন গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারেই তিনি চালান তাণ্ডব।

৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।

আর উসমান গনির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমান গনির দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

আফগানিস্তানের উসমান গনি এক ওভারে ৪৫ রান নিলেন

আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ছয়টি ছক্কাসহ মোট ৩৬ রান নেওয়ার রেকর্ড আছে। তবে এবার এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি নতুন করে লেখা হলো। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে আর সেটি করে দেখালেনে আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। এক ওভারেই অবিশ্বাস্য ৪৫ রান নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আাইসিসি) থেকে স্বীকৃতি না পেলেও ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে মারকাটারি ও আগ্রাসী ঘরানার লিগ টি-টেন। এবার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে আফগানিস্তানের ব্যাটার উসমান গনি।

এদিন গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির এক ওভারে ৫ ছক্কা ও ৩ চারে ৪৫ রান তোলেন গনি। এর মধ্যে অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)।

চলমান ইসিএস টি-টেন লিগে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন উসমান ঘানি। যেখানে আগ্রাসী ব্যাটিং করে ১৭টি ছয় এবং ১১টি চারের সাহায্যে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। যেখানে স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৮১।

লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমেছিলেন গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারেই তিনি চালান তাণ্ডব।

৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।

আর উসমান গনির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমান গনির দল।