রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির বিবেচনায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। ভূরাজনৈতিক দিক থেকে এই সম্পদের গুরুত্ব অপরিসীম তাই আমাদের তা কাজে লাগাতে হবে।’
বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা খান পুস্পিতার সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল করিম বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূরাজনীতি বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।
আলোচনায় তিনি বাংলাদেশের ভূরাজনীতিতে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি নিয়েও বিশদ আলোচনা করেন প্রধান এ বক্তা।
সেমিনারের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।