শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির বিবেচনায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। ভূরাজনৈতিক দিক থেকে এই সম্পদের গুরুত্ব অপরিসীম তাই আমাদের তা কাজে লাগাতে হবে।’

বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা খান পুস্পিতার সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল করিম বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূরাজনীতি বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আলোচনায় তিনি বাংলাদেশের ভূরাজনীতিতে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি নিয়েও বিশদ আলোচনা করেন প্রধান এ বক্তা।

সেমিনারের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির বিবেচনায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। ভূরাজনৈতিক দিক থেকে এই সম্পদের গুরুত্ব অপরিসীম তাই আমাদের তা কাজে লাগাতে হবে।’

বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা খান পুস্পিতার সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল করিম বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূরাজনীতি বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আলোচনায় তিনি বাংলাদেশের ভূরাজনীতিতে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি নিয়েও বিশদ আলোচনা করেন প্রধান এ বক্তা।

সেমিনারের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।