যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির অন্তর্র্বতী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন।সিরিয়ার প্রেসিডেন্সির সূত্রে জানানো হয়, বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
দামেস্ক থেকে এএফপি জানায়, প্রসিডেন্সি প্রকাশিত ছবিতে দেখা যায়, ¿ী ডেভিড ল্যামি সিরিয়ার অন্তর্র্বতী প্রেসিডেন্ট শারা ও পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গে বৈঠকে বসেছেন।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্ট শারার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।
সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যামির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী শাইবানির আলাদাভাবে অনুষ্ঠিত বৈঠকেও একই বিষয়ে আলোচনা হয়েছে।
গত ডিসেম্বর ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনীর হাতে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
চলতি বছরের মে মাসে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা একটি ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানিয়েছিল।
এপ্রিলে যুক্তরাজ্য সরকার আসাদ শাসনামলে সিরিয়ার স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।
এ ছাড়া, সিরিয়ার কিছু গণমাধ্যম, গোয়েন্দা সংস্থা এবং আর্থিক খাত ও জ্বালানি উৎপাদনসহ কিছু অর্থনৈতিক ক্ষেত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।
এর আগে মার্চ মাসে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ ২৪টি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য।
সিরিয়ার নতুন প্রশাসন যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা যুদ্ধ ও নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠন ও স্থবির অর্থনীতি পুনরুদ্ধারে এসব কূটনৈতিক অগ্রগতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।























































