শিরোনাম :
Logo খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা Logo বাংলাদেশ ও মালয়েশিয়ার অংশীদারিত্ব গভীর করার অঙ্গীকার দুই দেশের সরকারপ্রধানের Logo মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার Logo রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর তৈরি চাপ নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন Logo বেলকুচিতে ৮ শতক জমি নিয়ে হামলা-মামলার অভিযোগ Logo ইবির রোভার স্কাউটদের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo সিন্ডিকেট চলাকালীন হঠাৎ উপাচার্যের বাসভবনে সাবেক ছাত্রদল নেতার তালা Logo কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্তি করার দাবী Logo সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা আলিম স্তরের অনুমতি পেলো,এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস Logo চাঁদপুরে সরকারি নিবন্ধন পেল প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা

ইসরায়েলের যেকোনো সীমা লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দেবে ইরান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৫১:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

ইসরায়েলের যেকোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধবিরতির আলোচনা করেনি। বৃহস্পতিবার (২৭ জুন) একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হতাশা থেকে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি শাসকগোষ্ঠী বাধ্য হয়ে তাদের ১২ দিনের আগ্রাসনমূলক যুদ্ধ শেষ করেছে।

আব্বাস আরাগচি ইসরায়েল-আমেরিকার আগ্রাসন, ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা, ভবিষ্যতের আলোচনার দিকনির্দেশা, জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত এবং ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই জেনেভা ও ইস্তাম্বুলে তার কূটনৈতিক সফর নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ইরানের পাল্টা হামলায় অধিকৃত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সিয়োনিস্ট শাসকগোষ্ঠীই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল।

আরাগচি জানান, ইসরায়েলি শাসকরা আগ্রাসন বন্ধের ইচ্ছা প্রকাশ করে জানায়, যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান পাল্টা হামলা বন্ধ করে, তাহলে তারাও গোলাগুলি বন্ধ রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের নীতিনির্ধারকরা শুধুমাত্র সেই শর্তেই পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছিলেন, যদি শত্রু পক্ষ বিনা শর্তে আগ্রাসন বন্ধ করে। শেষ পর্যন্ত ইসরায়েলি পক্ষ সেই শর্ত মেনে নেয়, কারণ তারা প্রতিরোধে ব্যর্থ হচ্ছিল।

তিনি সতর্ক করে বলেন, সিয়োনিস্ট শাসকগোষ্ঠী যদি আবার কোনো সীমা লঙ্ঘন করে, তাহলে ইরান কঠোরভাবে জবাব দেবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইসরায়েলের যেকোনো সীমা লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দেবে ইরান

আপডেট সময় : ১০:৫১:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইসরায়েলের যেকোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধবিরতির আলোচনা করেনি। বৃহস্পতিবার (২৭ জুন) একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হতাশা থেকে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি শাসকগোষ্ঠী বাধ্য হয়ে তাদের ১২ দিনের আগ্রাসনমূলক যুদ্ধ শেষ করেছে।

আব্বাস আরাগচি ইসরায়েল-আমেরিকার আগ্রাসন, ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা, ভবিষ্যতের আলোচনার দিকনির্দেশা, জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত এবং ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই জেনেভা ও ইস্তাম্বুলে তার কূটনৈতিক সফর নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ইরানের পাল্টা হামলায় অধিকৃত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সিয়োনিস্ট শাসকগোষ্ঠীই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল।

আরাগচি জানান, ইসরায়েলি শাসকরা আগ্রাসন বন্ধের ইচ্ছা প্রকাশ করে জানায়, যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান পাল্টা হামলা বন্ধ করে, তাহলে তারাও গোলাগুলি বন্ধ রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের নীতিনির্ধারকরা শুধুমাত্র সেই শর্তেই পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছিলেন, যদি শত্রু পক্ষ বিনা শর্তে আগ্রাসন বন্ধ করে। শেষ পর্যন্ত ইসরায়েলি পক্ষ সেই শর্ত মেনে নেয়, কারণ তারা প্রতিরোধে ব্যর্থ হচ্ছিল।

তিনি সতর্ক করে বলেন, সিয়োনিস্ট শাসকগোষ্ঠী যদি আবার কোনো সীমা লঙ্ঘন করে, তাহলে ইরান কঠোরভাবে জবাব দেবে।