জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। মিতা খাতুন মনোহরপুর আবাসন প্রকল্পের মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। 

স্থানীয়সূত্রে জানা যায়, বাথরুমের দরজা খোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিতা খাতুন। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রী মিতা খাতুনের মৃত্যুর ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মে ২০২৫

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। মিতা খাতুন মনোহরপুর আবাসন প্রকল্পের মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। 

স্থানীয়সূত্রে জানা যায়, বাথরুমের দরজা খোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিতা খাতুন। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রী মিতা খাতুনের মৃত্যুর ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।