স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ছয় লাখ পিস নকল বিড়ি জব্দ করেছে সদর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে শহরের মাঝের পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনার পরই বাড়ির মালিক পলাতক রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, নকল আকিজ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়, যা পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার আল্লারদরগা এলাকায় প্রস্তুত করে চুয়াডাঙ্গায় বিপণনের উদ্দেশ্যে গুদামজাত করে রাখা হয়েছিল। অভিযানের সময় বাড়ির মালিক সাব্বির পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। । এ ঘটনায় বাড়ির মালিক সাব্বিরকে পলাতক আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এই চক্রকে সনাক্তে কাজ করছে পুলিশ।
।