শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

পারভেজ হত্যার বিচারের দাবিতে উত্তাল ইবি

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিজ, হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘জাস্টিজ ফর পারভেজ’; ‘খুনির সবচেয়ে বড় পরিচয় সে একজন খুনি’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে, বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসরা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এ আন্দোলন করলেও এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি- এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। শনিবার রাতে এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

পারভেজ হত্যার বিচারের দাবিতে উত্তাল ইবি

আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিজ, হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘জাস্টিজ ফর পারভেজ’; ‘খুনির সবচেয়ে বড় পরিচয় সে একজন খুনি’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে, বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসরা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এ আন্দোলন করলেও এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি- এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। শনিবার রাতে এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।