বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিজ, হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘জাস্টিজ ফর পারভেজ’; ‘খুনির সবচেয়ে বড় পরিচয় সে একজন খুনি’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে, বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসরা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এ আন্দোলন করলেও এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি- এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। শনিবার রাতে এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।