সোমবার | ১০ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ৯ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার-২০২৫ Logo বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড Logo শরীয়তপুর জেলা সমিতি রাজশাহী নতুন কমিটি গঠিত: সভাপতি সাইদুল, সম্পাদক কনিক Logo পলাশবাড়ীতে একই মালিকানাধীন চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ Logo খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ  Logo পিরিয়ডে সচেতন থাকতে মানুন নিয়মগুলো Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসলো নতুনত্ব Logo ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা Logo ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজার প্রতি সংহতি জানিয়ে রাজশাহীর কবিদের প্রতিবাদী কবিতা পাঠ

ফিলিস্তিনে চলমান বর-বরচিত গণহত্যার প্রতিবাদে ও গাজার প্রতি সংহতি জানিয়ে শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগ প্রতিবাদী কবিতা পাঠ কর্মসূচি পালন করেছে রাজশাহীর কবিরা।

রবিবার (১৩ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। যার প্রধান উদ্ধৃতিগুলো ছিল স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, কবি কাজী নজরুল ইসলাম যখন বৃটিশদের বিরুদ্ধে তাঁর কবিতার মাধ্যমে সংগ্রাম চালিয়েছিলেন তখন কিন্তু মিডিয়া এত শক্তিশালী ছিল না, তবুও তাঁকে কবিতা লিখে কারাবরণ করতে হয়েছিল। উনার যে কবিতার শক্তি ছিল তা বৃটিশদের গদিকে নাড়িয়ে দিয়েছিল। সুতরাং কবিতাও একটি প্রতিবাদের শক্তিশালী ভাষা। আমার বিশ্বাস, এই কবিতার যে প্রচণ্ড শক্তি আছে তা ইসরায়েলি দখলদার বাহিনীর গদিকে নাড়িয়ে দেবে।

শব্দকলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ বলেন, শব্দকলা সবসময় মানবতার পক্ষে কাজ করে। এ পর্যন্ত আমরা যত কাজ করেছি তা সবকিছুই বাংলা ভাষা, সাহিত্য, ও মানবতার জন্য। ভিডিও গেইমসের মতো যেভাবে গাজা ও রাফা শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের কবিতা পাঠের আয়োজন করেছি। গাজার প্রতি এমন বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি এবং তা বন্ধ করার হুঁশিয়ারি জানাচ্ছি।

এ সময় কবিতা পাঠের পাশাপাশি কবিরা বলেন, আজ রাফা গাজায় যে বর্বোরচিত হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা আজ এই কবিতা পাঠ কর্মসূচি থেকে ইজরাইলকে জানান দিতে চাই। ফিলিস্তিন একা নয় তাদের পাশে বাংলাদেশসহ ছাড়া বিশ্বের সকলেই আছে। আমরা আরব রাজ্যের প্রতি অত্যন্ত ঘৃণার প্রকাশ করছি তাদের এই মিষ্টি কথার কারণে।

এছাড়াও এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ৯ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার-২০২৫

গাজার প্রতি সংহতি জানিয়ে রাজশাহীর কবিদের প্রতিবাদী কবিতা পাঠ

আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে চলমান বর-বরচিত গণহত্যার প্রতিবাদে ও গাজার প্রতি সংহতি জানিয়ে শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগ প্রতিবাদী কবিতা পাঠ কর্মসূচি পালন করেছে রাজশাহীর কবিরা।

রবিবার (১৩ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। যার প্রধান উদ্ধৃতিগুলো ছিল স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, কবি কাজী নজরুল ইসলাম যখন বৃটিশদের বিরুদ্ধে তাঁর কবিতার মাধ্যমে সংগ্রাম চালিয়েছিলেন তখন কিন্তু মিডিয়া এত শক্তিশালী ছিল না, তবুও তাঁকে কবিতা লিখে কারাবরণ করতে হয়েছিল। উনার যে কবিতার শক্তি ছিল তা বৃটিশদের গদিকে নাড়িয়ে দিয়েছিল। সুতরাং কবিতাও একটি প্রতিবাদের শক্তিশালী ভাষা। আমার বিশ্বাস, এই কবিতার যে প্রচণ্ড শক্তি আছে তা ইসরায়েলি দখলদার বাহিনীর গদিকে নাড়িয়ে দেবে।

শব্দকলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ বলেন, শব্দকলা সবসময় মানবতার পক্ষে কাজ করে। এ পর্যন্ত আমরা যত কাজ করেছি তা সবকিছুই বাংলা ভাষা, সাহিত্য, ও মানবতার জন্য। ভিডিও গেইমসের মতো যেভাবে গাজা ও রাফা শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের কবিতা পাঠের আয়োজন করেছি। গাজার প্রতি এমন বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি এবং তা বন্ধ করার হুঁশিয়ারি জানাচ্ছি।

এ সময় কবিতা পাঠের পাশাপাশি কবিরা বলেন, আজ রাফা গাজায় যে বর্বোরচিত হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা আজ এই কবিতা পাঠ কর্মসূচি থেকে ইজরাইলকে জানান দিতে চাই। ফিলিস্তিন একা নয় তাদের পাশে বাংলাদেশসহ ছাড়া বিশ্বের সকলেই আছে। আমরা আরব রাজ্যের প্রতি অত্যন্ত ঘৃণার প্রকাশ করছি তাদের এই মিষ্টি কথার কারণে।

এছাড়াও এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।