সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বছর পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো প্রায় ২০০ ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে। এর মধ্যে বাংলাদেশের সব অঞ্চলের মিউজিশিয়ানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ উদ্যোগ হিসেবে শিল্পীরা ফিলিস্তিনিদের জন্য একটি গান গাইবে, যা মানবিক সহমর্মিতা ও শান্তির বার্তা প্রচারের অংশ হিসেবে হবে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এবার চৈত্র সংক্রান্তি ও নববর্ষের অনুষ্ঠানটি দেশব্যাপী সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে কাজ করা হবে।” তিনি ফিলিস্তিনের পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই নববর্ষে আমাদের শুভকামনা শুধু দেশের জন্য সীমাবদ্ধ না রেখে, ফিলিস্তিনিদের জন্যও আমাদের সহমর্মিতা প্রকাশ করা উচিত।”