সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৩৮:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুন্ডা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আশঙ্কাজনকভাবে হাসপাতালে রয়েছেন অনেক যাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত পাঁচ জনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫), নগরকান্দা উপজেলার তালমা গ্রামের ভারতী সরকার (৪০), নগরকান্দা উপজেলার দিপা খান (৩৪) ও চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। আহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স (নম্বর- ফরিদপুর-জ ১১-০০৬৬) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

বাসের যাত্রীরা জানান, বাসের মূল চালক না থাকায় হেলপার বাসের চালক ছিলেন। তার ভিতরে কিছুটা ঘুমন্ত ভাব ছিল। আর এ কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে উল্টে খাদে পড়ে যান।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত হয়। পরে ঘটনস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৪০ জনের মতো আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করে। বাকি যারা রয়েছেন আহত তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এদিকে হাসপাতাল এলাকায় আহত এবং নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

আপডেট সময় : ০৩:৩৮:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুন্ডা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আশঙ্কাজনকভাবে হাসপাতালে রয়েছেন অনেক যাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত পাঁচ জনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫), নগরকান্দা উপজেলার তালমা গ্রামের ভারতী সরকার (৪০), নগরকান্দা উপজেলার দিপা খান (৩৪) ও চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। আহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স (নম্বর- ফরিদপুর-জ ১১-০০৬৬) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

বাসের যাত্রীরা জানান, বাসের মূল চালক না থাকায় হেলপার বাসের চালক ছিলেন। তার ভিতরে কিছুটা ঘুমন্ত ভাব ছিল। আর এ কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে উল্টে খাদে পড়ে যান।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত হয়। পরে ঘটনস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৪০ জনের মতো আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করে। বাকি যারা রয়েছেন আহত তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এদিকে হাসপাতাল এলাকায় আহত এবং নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।