সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষ্ণুপুর ইউনিয়নে দক্ষিণ শৌলডুবী গ্রামে বুধবার রাত ১০টার সময়ে পূর্ব শত্রুতার জেরে ওয়াদুদ খান নামের এক ব্যাক্তির বসত বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে (তার মেয়ের সাবেক জামাই) শাওন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত ওয়াদুদ খান বলেন, আমার মেয়ে শাওনকে খোলা তালাক দেওয়ার পর থেকে শাওন বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আজ আমার বসত বাড়িতে আগুন দিয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিলো।
সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এবিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















































