মোঃ রোকনুজ্জামান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সদরপুরে উপজেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন মাঠে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোল্যা ফয়সাল ও এডভোকেট মোঃ তুহিন মৃধার সঞ্চালনায় , সাবেক যুগ্ন আহবায়ক মুন্সী ইশারত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর -৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান শহিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই যুবকেরাই আমার শক্তি। আমি বাকী জীবন এই যুবকদের সাথে কাটিয়ে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো।
সদরপুরের জনপ্রিয় যুব নেতা মুন্সী ইশরাতসহ সকল যুবনেতাকে ধন্যবাদ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট পেয়ে যুব সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।




















































