চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবির অভিযানে চাকুরিজীবী এক ব্যবসায়ীর কাছ থেকে নগ্ন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার ঘটনায় আরো একজন আটক হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯ টার দিকে শহরের কালীবাড়ি থেকে এজাহারনামীয় ডিবির এসআই মিজানুর রহমান গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি চাঁদপুর শহরের কোড়ালিয়া (মিয়া বাড়ীর ঘাট সংলগ্ন গাজী বাড়ী), পৌর ৮নং ওয়ার্ডের মালেক গাজীর ছেলে হাবিব গাজী (৩৩)।
গ্রেফতারকৃত হাবিব গাজীর বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার সাথে জড়িত আরো তিনজন আসামি
মাহমুদা ইসলাম সাথি, শাহাদাত হোসেন ও মোহাম্মদ ইউসুফকে সোমবার (২৪ মার্চ) রাতে আটক করা হয়। আটকের পর তাদের নিউজ এবং ভিডিও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরে প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। এবং তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ফেসবুক পোস্ট করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮৩/ ২৫০ তারিখ, ২৫/০৩/২০২৫।
উল্লেখ্য: গত ১৪ ডিসেম্বর আতঙ্কিত আসামীরা ভুক্তভোগী মহসিন মাতব্বরকে বিষ্ণুদি মাদ্রাসা রোডের হাজী আক্তার হোসেন খানের মালিকানাধীন তাজমহল মনোয়ারা ম্যানশন নামক বাসার নিচতলায় নিয়ে জোর পূর্বক মারধর ও পড়নে থাকা জামা কাপড় খুলে নগ্ন করে ভিডিও করেন এবং আটকিয়ে রেখে ১০ লক্ষ টাকা দাবী করেন।
































