শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

চীন সফরে চুক্তি নয়, হবে এমওইউ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সফরটি মাইলফলক হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

২৬ মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম চীন সফর।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন, এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফর একটি মাইলফলক হবে।’

প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত-যুক্তরাষ্ট্রের। এ বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘এই সফরটি খুব ফলদায়ক হবে। বাংলাদেশ-চায়নার উপকার বা লাভ কীসে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য।’

পরে বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। এ সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারকে সই হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখছি না। তবে এ সফরেই এ-সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনো নির্ধারিত হয়নি।

থাইল্যান্ডের বিমসটেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনো দিল্লি কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

চীন সফরে চুক্তি নয়, হবে এমওইউ

আপডেট সময় : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সফরটি মাইলফলক হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

২৬ মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম চীন সফর।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন, এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফর একটি মাইলফলক হবে।’

প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত-যুক্তরাষ্ট্রের। এ বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘এই সফরটি খুব ফলদায়ক হবে। বাংলাদেশ-চায়নার উপকার বা লাভ কীসে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য।’

পরে বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। এ সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারকে সই হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখছি না। তবে এ সফরেই এ-সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনো নির্ধারিত হয়নি।

থাইল্যান্ডের বিমসটেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনো দিল্লি কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।