গাজার যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চিঠি পাঠালেন মুক্তিপ্রাপ্ত জিম্মিরা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৪:২৫ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে
গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জন ও গাজায় আটক জিম্মিদের ২৫০ স্বজন। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি চিঠি লিখে এই আহ্বান জানান তারা।

চিঠিতে বলা হয়েছে, “এই চিঠিটি রক্ত ও অশ্রু দিয়ে লেখা”, যেখানে বন্দিদশায় নিহতদের স্বজনরা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা সরকারকে আলোচনার টেবিলে ফিরে এসে এমন একটি চুক্তি করতে বলছেন, যা সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “যুদ্ধে জীবিত জিম্মিদের হত্যা করা হচ্ছে, আর মৃতদের নিখোঁজ ঘোষণা করা হচ্ছে”। এ পর্যন্ত ৪১ জন জিম্মি প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা মনে করেন, যদি আলোচনা করা হতো, তবে তারা হয়তো বেঁচে ফিরতে পারতেন।

সরকারের কঠোর সমালোচনা করে চিঠিতে বলা হয়, “৫৯ জন জিম্মিকে বলি দেওয়ার কোনো অধিকার নেই নেতানিয়াহু সরকারের”। তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধে ফেরার সিদ্ধান্ত আরও জিম্মিদের প্রাণহানি ঘটাবে এবং তাদের মুক্তির সম্ভাবনা কমিয়ে দেবে।

চিঠির শেষে আবারও যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার দাবি জানানো হয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, “যদি আলোচনা না করা হয়, তবে পরবর্তী জিম্মির মৃত্যু ও তাদের ভাগ্যের দায় সরকারের।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজার যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চিঠি পাঠালেন মুক্তিপ্রাপ্ত জিম্মিরা

আপডেট সময় : ০৩:১৪:২৫ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জন ও গাজায় আটক জিম্মিদের ২৫০ স্বজন। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি চিঠি লিখে এই আহ্বান জানান তারা।

চিঠিতে বলা হয়েছে, “এই চিঠিটি রক্ত ও অশ্রু দিয়ে লেখা”, যেখানে বন্দিদশায় নিহতদের স্বজনরা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা সরকারকে আলোচনার টেবিলে ফিরে এসে এমন একটি চুক্তি করতে বলছেন, যা সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “যুদ্ধে জীবিত জিম্মিদের হত্যা করা হচ্ছে, আর মৃতদের নিখোঁজ ঘোষণা করা হচ্ছে”। এ পর্যন্ত ৪১ জন জিম্মি প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা মনে করেন, যদি আলোচনা করা হতো, তবে তারা হয়তো বেঁচে ফিরতে পারতেন।

সরকারের কঠোর সমালোচনা করে চিঠিতে বলা হয়, “৫৯ জন জিম্মিকে বলি দেওয়ার কোনো অধিকার নেই নেতানিয়াহু সরকারের”। তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধে ফেরার সিদ্ধান্ত আরও জিম্মিদের প্রাণহানি ঘটাবে এবং তাদের মুক্তির সম্ভাবনা কমিয়ে দেবে।

চিঠির শেষে আবারও যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার দাবি জানানো হয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, “যদি আলোচনা না করা হয়, তবে পরবর্তী জিম্মির মৃত্যু ও তাদের ভাগ্যের দায় সরকারের।”