জবি ভিসি পদে পুনঃনিয়োগ পেলেন মীজানুর রহমান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যপাক ড. মীজানুর রহমান ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ রোববার তাকে দ্বিতীয় মেয়াদে আরো ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান  এ তথ্য জানান। তিনি বলেন, ‘সহকারী সচিব (স.বি-১) আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপন হাতে পেয়েছি। রাষ্ট্রপতি তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দান করেছেন।

দ্বিতীয় মেয়াদে নিয়োগের পেয়ে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করার সুযোগ আছে। প্রথম মেয়াদে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক সংস্কৃতি বলয় তৈরি করার কাজে হাত দিয়েছিলাম। তা সফলভাবে করতে পেরেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবি ভিসি পদে পুনঃনিয়োগ পেলেন মীজানুর রহমান !

আপডেট সময় : ০৭:৩৭:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যপাক ড. মীজানুর রহমান ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ রোববার তাকে দ্বিতীয় মেয়াদে আরো ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান  এ তথ্য জানান। তিনি বলেন, ‘সহকারী সচিব (স.বি-১) আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপন হাতে পেয়েছি। রাষ্ট্রপতি তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দান করেছেন।

দ্বিতীয় মেয়াদে নিয়োগের পেয়ে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করার সুযোগ আছে। প্রথম মেয়াদে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক সংস্কৃতি বলয় তৈরি করার কাজে হাত দিয়েছিলাম। তা সফলভাবে করতে পেরেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।