শিরোনাম :

আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী “বিজনেস স্টাডিজ অনুষদ “

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; highlight: true; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.425, 0.7853475);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 34;

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা বিভাগের আয়োজনে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় বিজ্ঞান অনুষদকে ৬ উইকেটে হারিয়ে  চ্যাম্পিয়ন বিজনেস স্টাডিজ অনুষদ,।

২৪ ফেব্রুয়ারি সোমবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-৪ এ বিকাল ৫.০০ টায় উক্ত চূড়ান্ত পর্বের খেলা শেষ হয় ।উক্ত খেলায় মুখোমুখি হয় বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজ্ঞান অনুষদ।

টসে জিতে বিজ্ঞান অনুষদকে ব্যাটিংয়ে পাঠায় বিজনেস স্টাডিজ অনুষদ।ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সমর্থ হয় বিজ্ঞান অনুষদ। ১০৮ রানের জবাবে ৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান করে ৬ উইকেটে জয়ী হয় বিজনেস স্টাডিজ অনুষদ। সেমিফাইনালে বিজনেস স্টাডিজ অনুষদ শক্তিশালী কৃষি অনুষদকে হারিয়ে ফাইনালে উঠে।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের আকিব রাজা,টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের সাঈদ এবং টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের তুষার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। এ-সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ” খেলাধুলার মাধ্যমে মানুষের উৎপাদনশীলতা বাড়ে।তোমরা পড়াশোনার পাশাপাশি  খেলাধূলা করলে তোমাদের শরীর ও মন ভালো থাকবে। আমি চাই হাবিপ্রবি পড়াশোনা এবং গবেষণায় যেমন এগিয়ে যাবে তেমনি ক্রীড়ার মাধ্যমেও এগিয়ে যাক।খেলাধুলা শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। বিজয়ী ও রানার আপ উভয় দলকে আমার পক্ষ থেকে অভিন্দন। তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে। ”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির ট্রেজারার হাবিপ্রবি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী “বিজনেস স্টাডিজ অনুষদ “

আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা বিভাগের আয়োজনে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় বিজ্ঞান অনুষদকে ৬ উইকেটে হারিয়ে  চ্যাম্পিয়ন বিজনেস স্টাডিজ অনুষদ,।

২৪ ফেব্রুয়ারি সোমবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-৪ এ বিকাল ৫.০০ টায় উক্ত চূড়ান্ত পর্বের খেলা শেষ হয় ।উক্ত খেলায় মুখোমুখি হয় বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজ্ঞান অনুষদ।

টসে জিতে বিজ্ঞান অনুষদকে ব্যাটিংয়ে পাঠায় বিজনেস স্টাডিজ অনুষদ।ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সমর্থ হয় বিজ্ঞান অনুষদ। ১০৮ রানের জবাবে ৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান করে ৬ উইকেটে জয়ী হয় বিজনেস স্টাডিজ অনুষদ। সেমিফাইনালে বিজনেস স্টাডিজ অনুষদ শক্তিশালী কৃষি অনুষদকে হারিয়ে ফাইনালে উঠে।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের আকিব রাজা,টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের সাঈদ এবং টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের তুষার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। এ-সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ” খেলাধুলার মাধ্যমে মানুষের উৎপাদনশীলতা বাড়ে।তোমরা পড়াশোনার পাশাপাশি  খেলাধূলা করলে তোমাদের শরীর ও মন ভালো থাকবে। আমি চাই হাবিপ্রবি পড়াশোনা এবং গবেষণায় যেমন এগিয়ে যাবে তেমনি ক্রীড়ার মাধ্যমেও এগিয়ে যাক।খেলাধুলা শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। বিজয়ী ও রানার আপ উভয় দলকে আমার পক্ষ থেকে অভিন্দন। তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে। ”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির ট্রেজারার হাবিপ্রবি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।