প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি।
আগামী রোববার অথবা সোমবার এই বৈঠক হতে পারে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচনার বিষয়, দেশের বর্তমান পরিস্থিতি। শুক্রবার দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে , আগামী ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। তবে সেটি রোববার না সোমবার এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে দিই দিনই বৈঠক হতে পারে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। এ বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরবে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও বৈঠক করবে বিএনপি।