বগুড়ায় পিস্তল-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার, চারজন গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
  • ৭৩৭ বার পড়া হয়েছে

বগুড়া সদর থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শহরের রহমাননগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. জিহাদ, মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রাঘুর ছেলে মো. রাসু, ইসলামপুর হরিগাড়ী এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির এবং সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. রিয়াদ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার শুক্রবার বিকেল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় একটি কক্ষ থেকে টেডি বিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল৷ তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়। পরে জিহাদের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে বলে জানান পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় পিস্তল-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার, চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

বগুড়া সদর থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শহরের রহমাননগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. জিহাদ, মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রাঘুর ছেলে মো. রাসু, ইসলামপুর হরিগাড়ী এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির এবং সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. রিয়াদ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার শুক্রবার বিকেল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় একটি কক্ষ থেকে টেডি বিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল৷ তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়। পরে জিহাদের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে বলে জানান পুলিশ।